ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের এমডিকে হাইকোর্টে তলব

প্রকাশিত: ২৩:৫৫, ১১ ফেব্রুয়ারি ২০১৬

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের এমডিকে হাইকোর্টে তলব

স্টাফ রিপোর্টার॥ চিকিৎসার নামে মৃত শিশুর মরদেহ আইসিইউতে আটকে রেখে টাকা আদায়ের ঘটনায় জাপান-বাংলাদেশ ফেন্ড্রশিপ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২২ ফেব্রুয়ারি তাদেরকে প্রয়োজনীয় নথিপত্রসহ আদালতে স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। স্বপ্রণোদিত হয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।এ সংক্রান্ত দুদটি জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান ও ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। এরপর আদালত তলবাদেশসহ রুল জারি করেন।
×