ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রাহকের কয়েনের ব্যাগ রাস্তায় ছুড়ে ফেললেন ব্যাংক কর্মকর্তা

প্রকাশিত: ২২:২২, ১১ ফেব্রুয়ারি ২০১৬

গ্রাহকের কয়েনের ব্যাগ রাস্তায় ছুড়ে ফেললেন ব্যাংক কর্মকর্তা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস॥ যশোরে সরকারি ও বেসরকারি ব্যাংক ছোট নোট ও কয়েন গ্রহণ না করায় সাধারণ মানুষের মতো বিপাকে পড়েছেন ছোট-বড় ব্যবসায়ীরা। এজন্য একাধিকবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হলেও সমস্যার সমাধান হয়নি। বৃহস্পতিবার শহরের রেলবাজার এলাকার অগ্রণী ব্যাংকে এক গ্রাহকের কয়েক গ্রহণ না করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। যশোর পরিবেশক সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক মুজিবর রহমানসহ জেলার ব্যবসায়িক নেতারা বিভিন্ন সময় বলে আসছেন, দুধ, বিস্কুট, তেল, চাল, চা, চিনিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বাজারজাতকরণের জন্য তাদের খুচরা ব্যবসায়ীদের কাজ থেকে ছোট নোট ও কয়েক নিতে হয়। কিন্তু সেগুলো ব্যাংকে দিলে নেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার গ্রাহকের কয়েন ছুড়ে ফেলে পরিবেশকদের সেই কথার প্রমাণ দেওয়া হলো।
×