ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ২২৭ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে

প্রকাশিত: ২০:০৯, ১১ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশ ২২৭ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে

অনলাইন ডেস্ক ॥ অবশেষে ৬ষ্ট উইকেট জুটির ৮৫ রানের সুবাদে বাংলাদেশ ঘুরে দাঁড়তে পেরেছে। আজ ২য় সেমিফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিন্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম থেকেই ওয়েস্টট ইন্ডিজের বোলাররা অতিরিক্ত রান দিলেও বাংলাদেশে ব্যাটসম্যানদের আউট করতে থাকে। ২৭.১ ওভারে ১১৩ রানে বাংলাদেশের ৫ম উইকেটের পতন ঘটে। এরপ ৬ষ্ঠ উইকেট জুটিতে মেহেদি হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন ৮৫ রান সংগ্রহ করে। ৪৬ তম ওভারে এই দুই ব্যাটসম্যান আউট হয়ে গেলে বাংলাদেশ আবার বড় রানের লক্ষ্যে পোঁছানর ক্ষেত্রে হচট খায়। কিমো পাউল তার প্রথম ওভারেই মাত্র তিন রান দিয়ে বাংলাদেশে দুই ব্যাটসম্যানকে আউট করে। মেহেদি হাসান ৬০ ও মোহাম্মদ সাইফুদ্দিন করে ৩৬ রান। এর আগে জয়রাজ ৩৫ রান করেন। কিমো পাউল ২য় ওভারের ৩য় বলে আরও একটি উইকেট লাখ করে। হোল্ডর ও স্পিংগার পেয়েছেন ২টি করে উইকেট। শেষ পর্যন্ত বাংলাদেশ ৫০ ওভারে সব কয়টি উইকেট হারিযে ২২৬ রান করে। বাংলাদেশের শেষ ব্যাটসম্যান রানআউট হয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশ সব কয়টি ম্যাচে দারুণ খেলে জয়লাভ করে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ জিতলেই বংলাদেশ ফাইনালে খেলবে ভারতের বিপক্ষে। দেখার বিষয় বাংলাদেশ দ্বিতীয় আর্ধে কতটা ভালো বোলিং ও ফিডিং করতে পারে। সবে দর্শকরা গভীর আগ্রহে বাংলাদেশের জয় দেখার প্রত্যাশায় আছে। সেই প্রত্যাশা কি পুরণ করতে পারবে বাংলাদেশের যুবারা?
×