ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদার দুর্নীতি মামলা: পরবর্তী শুনানি ২৫ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১৯:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০১৬

খালেদার দুর্নীতি মামলা: পরবর্তী শুনানি ২৫ ফেব্রুয়ারি

অনলাইন রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জিয়া অরফনেজ ট্রাস্ট দুর্নীতির মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ ফেব্রুয়ারি। আজ বৃহস্পতিবার খালেদার অনুপস্থিতিতে আদালত এই তারিখ ধার্য করেন। এদিন আদালতে হাজিরা দেয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে যাননি। পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার বিচারকাজ চলছে। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ মামলা দুটির অভিযোগ গঠন করেন।
×