ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ৪ ঘন্টা পর সচল

প্রকাশিত: ১৮:৩৫, ১১ ফেব্রুয়ারি ২০১৬

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ৪ ঘন্টা পর সচল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস পৌনে ৪ ঘন্টা পর বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় সচল হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৫ টা থেকে এ রুটে ফেরি এবং সকল নৌ চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মাঝ সহ¯্রাধীক যাত্রী নিয়ে ৫টি ফেরি আটকা পড়ে। দু’পাড়ে পারাপারের অপেক্ষায় ছিল তিন শ’ যান। এর মধ্যে শিমুলিয়া প্রান্তেই দেড় মালবর্তি ট্রাক রয়েছে। এছাড়াও পদ্মা, মেঘনা, ধলেশ্বরীসহ জেলার বিভিন্ন নৌপথে প্রায় দুই শ’ বিভিন্ন প্রকার নৌযান আটকা পড়ে। বিআইডব্লিউটিসি সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র রায় জানান, পদ্মা অববাহিকায় ভোরে আকস্মিক ঘন কুয়াশার চাঁদরে ঢাকা পড়ে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুট। মার্কিং বয়া বাতি দৃষ্টিহীন হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ করে দেয়া হয়। এই সময় রোরো ফেরি শাহ আলী, ফেরি রামশ্রী, টাপলু, যমুনা ও ফেরি রায়পুরা আটকা পরে। তবে কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি সার্ভিস সচল হয়েছে। তাই অপেক্ষারত যানগুলো পারাপার চলেছে।
×