ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুরুষ ফুটবলে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

আজ ড্র করলেই সেমিতে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪১, ১১ ফেব্রুয়ারি ২০১৬

আজ ড্র করলেই সেমিতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ সহজ কাজটা করতে গিয়ে সেটাকে কঠিন বানিয়ে ফেললে পরের কঠিন কাজ করতে গেলে চাপটা নিঃসন্দেহে বেড়ে যাবে। বাংলাদেশ অলিম্পিক ফুটবল দলেরও এখন হয়েছে তেমনই দশা। এসএ গেমস পুরুষ ফুটবলে ‘বি’ গ্রুপে বাংলাদেশ দল আজ মুখোমুখি হবে নেপাল দলের। গুয়াহাটির পল্টন বাজারের সাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এ ম্যাচে জিতলে ড্র করলেই সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে পারবে বাংলাদেশ। আর হারলে তাকিয়ে থাকতে হবে গ্রুপের বাকি দুই দলের পয়েন্ট আর গোলপার্থক্যের হিসেবনিকেশের দিকে। অথচ গত মঙ্গলবারই শেষ চারে নাম লেখাতে পারত বাংলাদেশ। ওইদিন তারা মুখোমুখি হয়েছিল ভুটান ফুটবল দলের। এই ম্যাচে ভুটানকে হারালেই বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দল নিশ্চিত করে ফেলত সেমিফাইনালে নাম লেখানো। কিন্তু ভুটানের সঙ্গে হতাশার ১-১ গোলে ড্রতে সেমিতে যাওয়া ঝুলে থাকে বাংলাদেশের। তবে ভুটানের সঙ্গে ড্র করলেও সেমিফাইনালে যাওয়ার আশা এখনও টিকে আছে বাংলাদেশের। সেক্ষেত্রে ভুটানের অপেক্ষাটা বাড়বে। তারা তাকিয়ে থাকবে বাংলাদেশ-নেপাল ম্যাচের এখন আসলে দুঃসময় চলছে বাংলাদেশ ফুটবল দলের। এই দুঃসময়ে এসএ গেমসই হতে পারে তাদের ঘুরে দাঁড়াবার মঞ্চ। সাফ এবং বঙ্গবন্ধু গোল্ডকাপের জোড়া ব্যর্থতা ঘুচিয়ে দিতে পারে এই টুর্নামেন্টের ফাইনালে উঠে এবং শিরোপা জিতে। ড্র পেলেই নিশ্চিত সেমিফাইনাল। শেষ চারে যাওয়াটা নেপালের মোটামুটি নিশ্চিতই। তবে বাংলাদেশের আবার পচা শামুকে পা কাটার অভ্যাস বজায় থাকলে টুর্নামেন্ট থেকে রিক্ত হস্তে বিদায় নেয়ার আশঙ্কাটা উড়িয়ে দেয়া যায় না। বছরখানেক আগেও বাংলাদেশের জন্য সহজ প্রতিপক্ষই ছিল নেপাল। কিন্তু সম্প্রতি তারা জিতেছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা। অপরদিকে ওই টুর্নামেন্টে বাংলাদেশের যুবারা বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। নেপালের গোল্ডকাপের দলটাই খেলছে এসএ গেমসে। তাই কোনমতেই বাংলাদেশের সহজ প্রতিপক্ষ বলা যাবে না নেপালকে। প্রথম ম্যাচে নেপালের শুরুটা ভুটানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে। আর সেই ভুটানের সঙ্গেই বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ করেছে ১-১ গোলের ড্র! যে ভুটানের বিপক্ষে হেসে খেলে জয় পাওয়া উচিত বাংলাদেশের। তাদের সঙ্গেই কি না রীতিমতো গোল মিসের মহড়ায় নামলেন হেমন্ত-রুবেল-ইয়াসিনরা! তাই হতাশার বৃত্তে আবদ্ধ থেকেই নেপালের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের। গ্রুপ চ্যাম্পিয়ন না হলেও অন্তত গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে যেতে পারলে দুই আন্তর্জাতিক টুর্নামেন্টের ব্যর্থতা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবে বাংলাদেশ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী গ্রুপের প্রতি দল খেলবে দুটি করে ম্যাচ। ইতোমধ্যে দুই ম্যাচ খেলে ফেলেছে ভুটান। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ৫ গোলের হার আর বাংলাদেশের সঙ্গে ১-১ গোলের ড্র তে ভুটানের বিদায় একরকম নিশ্চিতই। এক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। যদি নেপালের বিপক্ষে ৫ গোলের বেশি হজম করে বাংলাদেশ, তবে বিদায় নিতে হবে তাদের। সেক্ষেত্রে কপাল খুলে যাবে ভুটানের। তারা চলে যাবে শেষ চারে। বাংলাদেশের জন্য ইতিবাচক দিকটা হলো ৫-০ এর নিচে হলেই শেষ চারে যেতে পারবে তারা। দলীয় অধিনায়ক রেজাউল করিম বলেন, ‘নেপালের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছি না আমরা। সেটা খুব সহজ হবে না। জয় পেতে আমরা নিজেদের সেরাটা মেলে ধরব।’ এখন দেখার বিষয়, আজকের ম্যাচে বাংলাদেশ শেষ চারে উন্নীত হতে পারে কি না।
×