ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিডিবিএলের ভাইস চেয়ারম্যান হলেন নুুরুল ফজল বুলবুল

প্রকাশিত: ০৫:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০১৬

সিডিবিএলের ভাইস চেয়ারম্যান হলেন নুুরুল ফজল বুলবুল

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবস্থাপনা পরামর্শক ও এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক এ কে এম নুুরুল ফজল বুলবুল। সম্প্রতি সিডিবিএলের বোর্ড সভায় এ নির্বাচন সম্পন্ন হয়। নুুরুল ফজল বুলবুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি আইনে স্নাতক ডিগ্রী লাভ করে আইনজীবী হিসেবে সুপ্রীম কোর্টের তালিকাভুক্ত হন। বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী এ কে এম নুুরুল ফজল বুলবুল সান লাইফ ইনস্যুরেন্স ও জাপান-বাংলাদেশ মেডিক্যালের প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা ও উপদেষ্টা। -বিজ্ঞপ্তি পঞ্চগড়ে টাটা গাড়ির গ্র্যান্ড মেলায় উপচেপড়া ভিড় স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে টাটা গাড়ির গ্র্যান্ড মেলায় আকর্ষণীয় সব নতুন গাড়ির মডেল নিয়ে হাজির হয়েছে নিটল-নিলয় গ্রুপ। পঞ্চগড় সরকারী অডিটরিয়াম মাঠে আয়োজিত তিন দিনব্যাপী মেলার শেষ দিনে লোকের উপচেপড়া ভিড় ছিল। মেলার শেষ দিন পর্যন্ত শতাধিক শতাধিক গাড়ির জন্য বুকিং দেয়া হয়েছে। ক্রেতাদের আকর্ষণ করতে গাড়ি বুকিং দিলেই উপহার হিসেবে দেয়া হচ্ছে এলইডি টিভি ও ফ্রিজ। এছাড়া মেলায় নগদ মূল্যে গাড়ি কিনলেই দেয়া হচ্ছে বিশাল ডিসকাউন্ট। মেলার তত্ত্বাবধানে থাকা নিটল মটরস লিমিটেড দিনাজপুরের ম্যানেজার গোলাম হোসেন সবুজ জানান, মেলায় নতুন ও জনপ্রিয় মডেলের গাড়ি প্রদর্শন করা হয়েছে। এখানে রয়েছে ১০ চাকা মডেলের মাঝারি গাড়ি, যমুনা স্পেশাল বাস চেসিস, ছোট পিকআপ টাটা এইস। প্রাইভেট কার ও হিউম্যান হলারও প্রদর্শন করা হয়েছে। এরসঙ্গে হিরো মোটর সাইকেলও রয়েছে। অস্ট্রেলিয়ার শেয়ার মার্কেটে ব্যাপক ধস কোনভাবেই অস্থিরতা কাটিয়ে উঠতে পারছে না বিশ্বের শেয়ারবাজারগুলো। এবার অস্ট্রেলিয়ার শেয়ার মার্কেটে ব্যাপক ধসের ঘটনা ঘটল। গত বছরের সেপ্টেম্বরের পর গত মঙ্গলবার সূচকের সর্বোচ্চ পতন হয়েছে এখানে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, মঙ্গলবার অস্ট্রেলিয়ায় স্টক মার্কেটে এএসএক্স ইনডেক্সে সূচকের যে পতন হয়েছে, তার মূল্যমান ৪২ দশমিক ৫ বিলিয়ন ডলার (৭৮.১১ টাকা ডলার হিসাবে ৩ লাখ ৩১ হাজার ৯৪৮ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকা)। -অর্থনৈতিক রিপোর্টার রেকর্ড গম রফতানির লক্ষ্য রাশিয়ার ২০১৬ সালে রেকর্ড পরিমাণ গম রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের কৃষি অধিদফতরের তথ্য অনুযায়ী চলতি বছর ২ কোটি ২৫ লাখ টন গম রফতানির লক্ষ্য নিয়েছে রাশিয়া। এদিকে চলতি বছরে যুক্তরাষ্ট্রের গম রফতানির পরিমাণ নেমে আসতে পারে ২ কোটি ১৮ লাখ টনে। অন্যদিকে কানাডার লক্ষ্যমাত্রা ২ কোটি ৫ লাখ টন। গত বছর এবং চলতি বছর গমের উৎপাদন ভাল হওয়ার পাশাপাশি ডলারের শক্তিশালী মান এবং জ্বালানির দরপতনে ব্যাপক চাঙ্গাভাব রয়েছে গমের বাজারে। বর্তমানে মিসর, ইরানসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে রাশিয়ায় উৎপাদিত গমের চাহিদা রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×