ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধলেশ্বরী তীরে সুরের মেলা

প্রকাশিত: ০৪:০৫, ১১ ফেব্রুয়ারি ২০১৬

ধলেশ্বরী তীরে সুরের মেলা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বিদায়ী শীতের শান্ত ধলেশ্বরীর তীরঘেঁষা মঞ্চ থেকে বেজে উঠছিল সুর। ছড়িয়ে পড়ছিল চারদিক। গানগুলোর এতবেশি দ্যুতি ছড়াচ্ছিল যা শুধু উপস্থিতি দর্শকরাই অনুধাবন করেছেন। মুন্সীগঞ্জের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পিপিআই রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজের একাদশের ছাত্রী সুচতা মোদির কণ্ঠে ‘চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে’ দর্শকের হাততালিই বুঝিয়ে দেয় তারা কত বেশি মুগ্ধ। দশম শ্রেণীর ছাত্রী বৃষ্টি রানী কুন্ডু আর জাতীয় কবি নজরুলের ‘মোর ঘুমো ঘোরে কে এলেগো নম নম’ করতালির মাত্রা আরও বাড়ে। নবম শ্রেণীর ছাত্র আলভির কণ্ঠে ‘তোমার বাড়ির রংয়ের মেলায় দেখেছিলাম বাইসকোপ’। অনুষ্ঠান সঞ্চালনাও করে শিক্ষার্থীরা। একাদশের ক্যাথি ও জিসানের উপস্থাপনায় উঠে আসে দেশজ সংস্কৃতি তথা বাঙালী নানা অনুষঙ্গ। নদী, ঋতু, প্রকৃতি, ঐতিহ্য কিছুই বাদ যায়নি। তাই সোমবার রাতে মুন্সীগঞ্জের পিপিআই রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উঁচু মানের একটি অনুষ্ঠান উপভোগ করে বসন্তের আগমনী বার্তা নিয়ে বাড়ি ফেরে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মেজর গাজী তাওহীদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলী, গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা ও প্রেসক্লাব সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল।
×