ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে হামলার শিকার তিন পুলিশ

প্রকাশিত: ০৩:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে হামলার শিকার তিন পুলিশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নিউ ডিগ্রী কলেজে পরীক্ষা দিতে এসে ছুটিতে থাকা পুলিশের এক কনস্টেবল হামলার শিকার হয়েছেন। রাজু সরকার (২৪) নামের এ কনস্টেবলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। রাজু রাজশাহী কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কনস্টেবল। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজু সরকার বুধবার দুপুর ১২টার দিকে বাংলা প্রথম বর্ষের পরীক্ষা দেয়ার পর নিউ গবর্মেন্ট ডিগ্রী কলেজ শহীদ মিনারে বসেছিলেন। এ সময় কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মাইনুল ইসলাম বাপ্পীসহ তার ৫ জন সহযোগী রাজুকে শহীদ মিনারে বসার কৈফিয়ত তলব করে। এ নিয়ে রাজুর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা রাজুকে ধরে বেদম পিটুনি শুরু করে। পাবিপ্রবিতে তুচ্ছ ঘটনায় ত্রিমুখী সংঘর্ষে আহত ৬ নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১০ ফেব্রুয়ারি ॥ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারি- সমর্থক এবং কর্মচারীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সালমান হোসেন (৩৫) নামের এক কর্মচারীসহ সভাপতি গ্রুপের ৫ জন আহত হয়েছে। বুধবার দুপুর ১টার সময় এ সংঘর্ষ ঘটেছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি শাহেদ সাদেকী শান্ত গ্রুপের সঙ্গে সেক্রেটারি ওলিউল্লাহ গ্রুপের সমর্থকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি নিয়ে ল্যাব সহকারী সালমান পক্ষ নিয়ে কথা বলতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। কর্মচারী কল্যাণ সমিতির অভিষেক কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুর্মিটোলা, ঢাকায় কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারীদের সমন্বয়ে নব গঠিত ৩য় ও ৪র্থ শ্রেণীর সরকারী কর্মচারী কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠান হাসপাতালের সম্মেলন কক্ষে সোমবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওই হাসপাতালের পরিচালক ও প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি ২৪ ঘণ্টা ইউনাইটেড হসপিটালে হেমোডায়ালিসিস কিডনি সমস্যায় আল্ডান্ত রোগীদের সুবিধার্থে ঢাকার গুলশানে অবস্থিত ইউনাইটেড হসপিটালে দিনে-রাতে ২৪ ঘণ্টা হেমোডায়ালাইসিস সুবিধা চালু করা হয়েছে। এখন থেকে বহির্বিভাগে আগত রোগী কিংবা হাসপাতালে ভর্তি রোগীদের জন্য রোগীর সুবিধা ও প্রয়োজনানুযায়ী যে কোন সময় হেমোডায়ালাইসিস প্রদান করা যাবে। দিনের কর্মব্যস্ততায় যারা ডায়ালাইসিস চিকিৎসা নেয়ার জন্য সময় বের করতে পারেন না, তাদের জন্য রাতব্যাপী ডায়ালাইসিস সুবিধা নেয়ারও সুযোগ আছে। ইউনাইটেড হসপিটালে ৫৫টি হেমোডায়ালাইসিস মেশিন সংবলিত ৪০ শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস ইউনিট এই দেশের সরকারী ও বেসরকারী খাতের স্বাস্থ্য ব্যবস্থায় কোন একক হাসপাতালে এক ছাদের নিচে প্রদেয় সুবিধার মধ্যে সর্ববৃহৎ। -বিজ্ঞপ্তি ইইউতে চাকরি মেলা ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) ক্যারিয়ার সার্ভিস ও ইন্টারন্যাশনাল অফিসের আয়োজনে মঙ্গলবার অনুষ্ঠিত হলো ‘চাকরি মেলা ২০১৬।’ ক্যারিয়ার সম্পর্কে শিক্ষার্থী, গ্র্যাজুয়েট এবং চাকরিদাতাদের একই মঞ্চে নিয়ে এসে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এ মেলার উদ্দেশ্য। দেশের স্বনামধন্য ৩০ প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে এবং মেলাটি সকলের জন্য উন্মুক্ত ছিল। এখানে চাকরি প্রার্থীরা যেমন তাদের পছন্দসই প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দিতে পেরেছেন, চাকরিদাতারাও তাদের পছন্দমতো প্রার্থী বাছাই করেছেন। কোন কোন প্রতিষ্ঠান তাৎক্ষণিক সাক্ষাতকারের ব্যবস্থাও রেখেছিলেন। চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের একই মঞ্চে মিলনের পাশাপাশি এই মেলায় ছিল ক্যারিয়ারবিষয়ক ১০ সেমিনার, কর্মশালা, প্যানেল আলোচনা, প্রতীকী সাক্ষাতকার এবং ক্যারিয়ার কাউন্সেলিং। মেলার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী শামসুর রহমার শরীফ এমপি। ইইউ উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী। -বিজ্ঞপ্তি
×