ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মীর কাসেমের মামলার আপীল শুনানি ১৫ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০০:১৫, ১০ ফেব্রুয়ারি ২০১৬

মীর কাসেমের মামলার আপীল শুনানি ১৫ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার॥ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর আপীল শুনানি জন্য ১৫ ফেব্রুযারি দিন নির্ধারন করা হয়েছে। বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপীল বিভাগের বেঞ্চ শুনানিতে অংশ নেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। মানবতাবিরোধী অপরাধের সপ্তম আপিলে অবসরপ্রাপ্ত কোনো বিচারপতি অংশ নেন। কিন্তু এর আগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ আরো ছয় মামলার শুনানিতে আপীলে এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাহজাহান শুনানি করেছেন।
×