ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝালকাঠির ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খানকে রাষ্ট্রিয় মর্যদায় দাফন

প্রকাশিত: ২৩:২১, ১০ ফেব্রুয়ারি ২০১৬

ঝালকাঠির ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খানকে রাষ্ট্রিয় মর্যদায় দাফন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা ঝালকাঠির মোহাম্মদ আলী খানকে(৮০) বুধবার আছরবাদ নামাযে জানাযা শেষে রাষ্ট্রিয় মর্যদায় পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার মাঝ রাত ২.৩০ মিনিটের সময় কামারপট্টিস্থ নিজ বাসভবণে বার্ধক্য জনিত কারনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না...... রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী ৪ পূত্র ও ৩ কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সরদার মো: শাহ আলম, পৌর মেয়র আফজাল হোসেন ও মুক্তিযোদ্ধা সংসদ শোক প্রকাশ করেছেন। ছাত্র জীবনে ভাষা আন্দোলন সহ স্বাধীকার আন্দোলন সহ সকল আন্দোলন এবং মুক্তিযুদ্ধকালীন জেলা আওয়ামী লীগের নেতা হিসেবে যুদ্ধে অংশগ্রহন করেন।
×