ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫৬, ১০ ফেব্রুয়ারি ২০১৬

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

১. সাকিব আহমেদ তার প্রতিষ্ঠানের নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য মাপকাঠি নির্ধারণ, সমাধানের বিকল্পসমূহ উদ্বাবনসমূহ ও জনশক্তিকে কাজে লাগিয়ে পরিকল্পনা প্রণয়ন করেন। এটি কীসের অন্তর্ভুক্ত? ক) সিদ্ধান্ত গ্রহণ খ) ব্যবস্থাপনা গ) পরিকল্পনা ঘ) সংগঠন ২. ঝগঝ এর পূর্ণরূপ কোনটি? ক) ঝযড়ৎঃ গবংংধমব ঝবৎারপব খ) ঝসধৎঃ গবংংধমব ঝবৎারপব গ) ঝযড়ৎঃ গবংংধমব ঝঃরষব ঘ) ঝযড়ৎঃ গবংংধমব ঝবৎারপবফ ৩. ব্যবস্থাপকের কার্যাবলীকে ব্যবস্থাপনার চক্র বলার কারণ হলো - র. প্রতিষ্ঠানের সকল স্তরেই ব্যবস্থাপনার কার্যাবলী সম্পাদিত হয় রর. প্রতিষ্ঠানের জীবদ্দশায় ব্যবস্থাপকীয় কার্যাবলী চলতে থাকে ররর. ব্যবস্থাপনার শেষ কাজ পরবর্তী কাজের ভিত্তি হিসেবে কাজ করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪. সমন্বয়সাধন কোন ধরনের প্রচেষ্টা? ক) একক খ) দুইজনের মিলিত গ) সম্মিলিত ঘ) দুইয়ের অধিকের মিলিত ৫. ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? ক) বেতন নির্ধারণ খ) লোকবল নিয়োগ গ) পরিকল্পনা প্রণয়ন ঘ) পরিকল্পনামাফিক সমন্বয়সাধন ৬. কীসের মাধ্যমে কর্মীদের কাজের প্রতি উৎসাহিত রাকা যায়? ক) যথাযথ পুরস্কার খ) দক্ষ ব্যবস্থাপনা গ) কার্যকর নিয়ন্ত্রণ ঘ) যোগ্য নেতৃত্ব ৭. কোনটি নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য? র. অবিরাম প্রক্রিয়া রর. শৃঙ্খলা বিধান ররর. পূর্বাভাসের সামর্থ্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৮. শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল- ক) ফ্রান্সে খ) ব্রিটেনে গ) জার্মানিতে ঘ) ইতালিতে ৯. প্রেষণাদানের অনার্থিক পদ্ধতি কোনটি? ক) পুরস্কার খ) প্রশিক্ষণ গ) রেশন ঘ) পরিবহন সুবিধা ১০. অভিপ্রেত ফল অর্জনের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে কী বলে? ক) মিশন খ) কৌশল গ) লক্ষ্য ঘ) বিধি ১১. বাংলাদেশের জনশক্তি, উর্বর ভূমি এবং প্রাকৃতিক সম্পদকে যথার্থরূপে কাজে লাগানোর জন্য কোনটি প্রয়োজন? ক) বিদেশী বিনিয়োগ খ) মূলধন গ) ব্যবস্থাপনা ঘ) উদ্যোগ ১২. পেশাগত জীবনে হেনরী ফেওল ছিলেন - ক) খনি প্রকৌশলী খ) যন্ত্র প্রকৌশলী গ) স্থাপত্য প্রকৌশলী ঘ) নকশা প্রকৌশলী ১৩. প্রেষণা প্রধানত কর্মীদের বৃদ্ধি করে- ক) মনোবল খ) বুদ্ধি গ) বেতন ঘ) বোঝার ক্ষমতা ১৪. প্রতিষ্ঠানের কর্মীদের কাজে নিয়োজিত করা হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে? ক) নিয়ন্ত্রণ খ) পরিকল্পনা প্রণয়ন গ) সংগঠিতকরণ ঘ) কর্মীসংস্থান ১৫. যুক্তরাজ্যের বোডাফোন কোন নেটওয়ার্ক ব্যবহার করে সর্বপ্রথম এসএমএস প্রেরণ করে? ক) জিএসএম খ) জিএইচএম গ) জেএসএম ঘ) জেএইচএম ১৬. কোনটি সারা বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে? ক) শিক্ষাব্যবস্থা খ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গ) ব্যবসায়িক কার্যক্রম ঘ) সামাজিক কার্যক্রম ১৭. ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাস করা হয়? ক) নির্দেশনার ঐক্য খ) সুশৃঙ্খল বিন্যাস গ) উদ্যোগ ঘ) কেন্দ্রীকরণ সঠিক উত্তর ১. (খ) ২. (ক) ৩. (ঘ) ৪. (গ) ৫. (গ) ৬. (ঘ) ৭. (ক) ৮. (খ) ৯. (খ) ১০. (গ) ১১. (গ) ১২. (ক) ১৩. (ক) ১৪. (ঘ) ১৫. (ক) ১৬. (খ) ১৭. (ঘ)
×