ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তান টি২০ বিশ্বকাপে থাকছে তো?

প্রকাশিত: ০৫:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০১৬

পাকিস্তান টি২০ বিশ্বকাপে থাকছে তো?

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় টি২০ বিশকাপে পাকিস্তান ক্রিকেট দলকে খেলার অনুমতি নাও দিতে পারে দেশটির সরকার! এমন আশঙ্কা করছেন খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান ‘আগেও জানিয়েছি যে ভারত সফরের সিদ্ধান্তটা আমাদের সরকারের। আইসিসির বৈঠকে কেউ একজন বলল, পাকিস্তানের ম্যাচে চরমপন্থীদের হুমকি থাকলে এবং সরকার ভারতে যাওয়ার অনুমতি না দিলে আমরা অবশ্যই নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাইব।’ বলেন শাহরিয়ার। গত বছর প্যারিসে জলাবায়ু পরিবর্তন বৈঠকের সময় দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নওয়াজ শরিফ কথা বলেছেন। তাতে সম্পর্কটা একটু সহজ হওয়ার ইঙ্গিত ছিল। মোদি চমক জাগিয়ে পরে শরিফের জন্মদিনে পাকিস্তান সফরও করেছেন। কিন্তু গত মাসেই পাঠানকোটে ভারতীয় বিমানঘাঁটিতে হামলা সম্পর্ক আবার তিক্ত করেছে। যে সূত্রে দুই দেশের বৈদেশিক কর্মকর্তাদের বৈঠক বাতিল হয়। সম্প্রতি ঘটনাপ্রবাহের কারণে ভারতে পাকিস্তান দলের সফরে হুমকি দেখছেন পিসিবি প্রধান শাহরিয়ার। কিছুদিন আগে মুম্বাইয়ে শিবসেনাদের বাগড়ায় তার বৈঠক হয়নি। পাকিস্তানী সঙ্গীতশিল্পী গুলাম আলির কনসার্ট দুই দফা হুমকির কারণে বাতিল হয়ে যায়। দর্শক আবেদনে আউট ব্যাটসম্যান! স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট ম্যাচে অপ্রত্যাশিত কত ঘটনাই না ঘটে। বোলার বা ফিল্ডার নয়, এবার গ্যালারিতে থাকা দর্শকদের আবেদনে আউট হলেন ব্যাটসম্যান! ঘটনাটি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার শেষ ওয়ানডেতে। যেটি জিতে ২-১এ ‘চ্যাপেল-হ্যাডলি’ ট্রফি জিতে নেয় স্বাগতিক নিউজিল্যান্ড। আলোচিত আউটের শিকার সফরকারী অস্ট্রেলিয়া ব্যাটসম্যান মিচেল মার্শ। প্রথমে তাকে ফিল্ড আম্পায়ার আউট না দিলেও জায়ন্ট স্ক্রিনে রিপ্লে দেখে দর্শকরা চেচামেচি শুরু করে। ফলে বিদায়ী ম্যাচ খেলতে নামা কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম আবেদন করল থার্ড আম্পায়ার মার্শকে আউট ঘোষণা করেন! প্রতিপক্ষ অসি শিবির থেকে অবশ্য অসন্তোষ ঝড়ে। মার্শের ব্যাট থেকে আসা বলটি ধরেন বোলার ম্যাট হেনরি। প্রথমে মনে হয়েছিল, বলটা মাটিতে পড়েই হেনরির কাছে গিয়েছে। হেনরিও মৃদুস্বরে ‘হাউজ দ্যাট’ বলে ক্ষান্ত দেন। কিন্তু কে জানত, নাটকের তখন মাত্র শুরু ! বড় পর্দায় রিপ্লেতে দেখানোর পর সকলে আবিষ্কার করেন, বলটা আসলে মাটিতে লাগেনি, মার্শের বুটে পড়ে তা গিয়েছিল হেনরির কাছে! বড় পর্দায় সেটি দেখানোর পর অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হয় তুমুল হৈচৈ! ম্যাককুলাম আম্পায়ার ইয়ান গোল্ডের সঙ্গে আলাপ করলে পুনর্বিবেচনার সিদ্ধান্ত হয়। কিছুটা ক্ষোভে নিয়ে আউট মার্শ মাঠ ছাড়লেও জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখানোর বিষয়টা মানতে পারেননি তার অধিনায়ক স্মিথ!
×