ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তথ্য অধিকার আইনে এক ওসির জরিমানা

প্রকাশিত: ০৫:২২, ১০ ফেব্রুয়ারি ২০১৬

তথ্য অধিকার আইনে এক ওসির জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ এই প্রথম বারের মতো তথ্য অধিকার আইনে তথ্য না দেয়ায় একজন পুলিশ কর্মকর্তাকে জরিমানা করা হয়েছে। তিনি রাজধানীর ভাটারা থানার ওসি মোঃ নূরুল মোত্তাকিন। তাকে মঙ্গলবার ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এখানেই শেষ নয়-এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করতে উর্ধতন কর্তৃপক্ষকেও মঙ্গলবার নির্দেশ দিয়েছে তথ্য কমিশন। জানা যায়- হাইকোর্টের একটি নির্দেশ ভাটারা থানায় পৌঁছেছে কি না, তা জানতে তথ্য চেয়েছিলেন আলাউদ্দিন আল মাছুম নামে এক ব্যক্তি। কিন্তু ভাটারা থানার ওসি ওই আবেদন গ্রহণে অস্বীকার করলে তিনি তথ্য কমিশনে অভিযোগ দেন। এর পর ওসি নূরুল মোত্তাকিনকে শুনানিতে ডাকে তথ্য কমিশন। কিন্তু তিনি এতে উপস্থিত হননি। ফলে তার বিরুদ্বে ব্যবস্থা গ্রহণের সিদ্বান্ত নেন কমিশন। শুনানিতে গরহাজির থাকায় এবং কোন সময়ের আবেদন না করায় নূরুল মোত্তাকিনকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধতন কর্তৃপক্ষেকে নির্দেশনা দেয়া হয়। এদিকে এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান, কমিশনার নেপাল চন্দ্র সরকার ও অধ্যাপক খুরশীদা বেগম সাঈদ শুনানিতে উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে- তথ্য কমিশনের আদেশের কপি হাতে পাননি জানিয়ে এখনই কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান রাজধানীতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা নূরুল মোত্তাকিন। মঙ্গলবার তথ্য কমিশন নয়টি অভিযোগের শুনানি করে পাঁচটির অভিযোগ নিষ্পত্তি করে। চারটি অভিযোগ শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
×