ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বেসিক ব্যাংক: তদন্ত প্রতিবেদন চায় হাই কোর্ট

প্রকাশিত: ০০:৫৩, ৯ ফেব্রুয়ারি ২০১৬

বেসিক ব্যাংক: তদন্ত প্রতিবেদন চায় হাই কোর্ট

স্টাফ রিপোর্টার॥ রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ব্যাংকের করা তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলেছে হাই কোর্ট। এবিষয়ে এক রিট আবেদনের ওপর দেওয়া রুল শুনানির সময় মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ এ আদেশ দেয় বলে রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ জানিয়েছেন।তদন্ত প্রতিবেদন দাখিলে বেসিক ব্যাংককে একসপ্তাহ এবং কেন্দ্রীয় ব্যাংককে চার সপ্তাহ সময় দিয়েছে হাই কোর্ট। ব্যাংকের পরিচালনা পর্ষদের কর্মকান্ড নিয়ে চালানো অনুসন্ধান প্রতিবেদনও একই সময়ের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।
×