ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গ্রামীণফোনের লভ্যাংশ কমেছে

প্রকাশিত: ০৭:৪৩, ৯ ফেব্রুয়ারি ২০১৬

গ্রামীণফোনের লভ্যাংশ কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেড (জিপি) ৬০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে রবিবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে কোম্পানিটি ৮০ শতাংশ অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল। এ নিয়ে ঘোষিত লভ্যাংশ দাঁড়িয়েছে ১৪০ শতাংশ। গত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৬০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। পর্ষদ বৈঠকে বিদায়ী হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। আলোচিত বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৫৯ পয়সা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২২ টাকা ৬৮ পয়সা। আগামী ১৯ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ফেব্রুয়ারি। একই সঙ্গে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাব, ঠিকানা ও মোবাইল নম্বরের মতো তথ্যগুলো হালনাগাদের আহ্বান জানিয়েছে কোম্পানিটি। আগামী ২৯ ফেব্রুয়ারির রেকর্ড ডেটের আগেই ১২ ডিজিটের কর শনাক্তকরণ (টিন) নম্বরসহ বিও এ্যাকাউন্ট হালনাগাদেরও আহ্বান জানিয়েছে। ব্রোকারেজ হাউসগুলোর প্রতি শেয়ারহোল্ডারদের তথ্য দেয়ার সময় নাম, বিও আইডি নম্বার, শেয়ার হোল্ডিং পজিশন, মোট লভ্যাংশের হিসাব, কর হারের মতো তথ্যগুলো সংযোজনেরও আহ্বান জানায়। অকারণে দর বাড়ছে মুন্নু স্টাফলারের অর্থনৈতিক রিপোর্টার ॥ অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কোন কারণ নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড। এর আগে মুন্নু জুটের কাছে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে দর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। বিশ্লেষণে দেখা গেছে, গত ১১ কার্যদিবসের মধ্যে ২ দিন কমলেও ৯ কার্যদিবস বেড়েছে এ কোম্পানির শেয়ার দর।
×