ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশে আসছেন প্রিয়তি

প্রকাশিত: ০৭:৪১, ৯ ফেব্রুয়ারি ২০১৬

দেশে আসছেন প্রিয়তি

সংস্কৃতি ডেস্ক ॥ আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্য অর্জনকারী বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি দুই এক দিনের মধ্যে দেশে আসছেন। মিস আয়ারল্যান্ডখ্যাত প্রিয়তি ১৪ বছর পর বাংলাদেশে পহেলা ফাল্গুন পালন এবং আগামী ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। পাশাপাশি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দেশের বরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী দিতি ও অন্য আরেকটি হাসপাতালে চিকিৎসাধীন একটি শিশুকে দেখতে যাবেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কাজ করা দুটি চ্যারিটি সংগঠন ঘুরে দেখবেন। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রতি আরেকটি সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের মেয়ে প্রিয়তি। আয়ারল্যান্ডের ডাবলিন শহরে সানরাইজ ফাউন্ডেশন আয়োজিত বিশ্বসুন্দরীদের প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল রানওয়ে কুইনস রিকগনিশন এ্যাওয়ার্ডের ‘বিউটি উইথ পারপাস’ নির্বাচিত হয়েছেন প্রিয়তি। এ প্রতিযোগিতায় বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় বিজয়ী সুন্দরীরাও অংশ নেন। এতে প্রিয়তি জিতলেন জীবনের প্রথম এ্যাওয়ার্ড। তার হাতে ‘বিউটি উইথ পারপাস’ এ্যাওয়ার্ড তুলে দেন ‘মিজ বিকিনি আয়ারল্যান্ড’ এর ডিরেক্টর গ্রেগ রায়ান। মূলত দৈহিক সৌন্দর্যের পাশাপাশি সামাজিক কর্মকা-ের জন্য এ পুরস্কারটি দেয়া হয়। পেশায় বৈমানিক প্রিয়তি মিস আয়ারল্যান্ড সুন্দরী নির্বাচিত হওয়ার পর থেকেই সেই দেশের নানা সামাজিক কর্মকা-ে নিজেকে যুক্ত রেখে প্রশংসিত হয়েছেন। দেশেও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন প্রিয়তি। পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় প্রিয়তি বলেন, এ পুরস্কার আমাকে আমার কাজের প্রতি আরও দায়বদ্ধ করল। ১৫ বছর ধরে আয়ারল্যান্ডে বাস করা প্রিয়তি মডেলিংয়ের পাশাপাশি দুটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। প্রথম চলচ্চিত্র ‘দ্য ওয়ান্ডারল্যান্ড’ চলতি বছরেই মুক্তি পবে। সম্প্রতি ‘কু কুলাইন’ নামে আইরিশ একটি চলচ্চিত্রে কাজ করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কু কুলাইন’ আমার দ্বিতীয় চলচ্চিত্র। এতে আমাকে যোদ্ধা রানীর চরিত্রে দেখা যাবে। চলচ্চিত্রে আমার সহশিল্পী কিয়ারন ডেভিস। কিয়ারনই আছেন নাম ভূমিকায়। পাশাপাশি পরিচালনাও করছেন চলচ্চিত্রটি। এবারে বাংলাদেশ সফর প্রসঙ্গে প্রিয়তি বলেন, নিজের ভাষা ও দেশকে সবাই অনুভব করে। আমার শিকড় তো বাংলাদেশেই। নাড়ির টানেই নিজ দেশে আসছি।
×