ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চাঁদে হাঁটার অনুভূতি

প্রকাশিত: ০৫:৪১, ৯ ফেব্রুয়ারি ২০১৬

চাঁদে হাঁটার অনুভূতি

পৃথিবীতেই পাওয়া যাবে চাঁদের মাটিতে হাঁটার অনুভূতি। মার্কিন এক সংস্থা বাজারে আনতে যাচ্ছে এমনই এক জুতো। ‘২০ : ১৬ মুনওয়াকার’ নামে এই জুতোয় ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের শক্তিশালী চুম্বক। যার ফলে পায়ের তলায় তৈরি হবে একটি চৌম্বকীয় ক্ষেত্র। অভিকর্ষের টান কমে চাঁদে হাঁটার মতো অভিজ্ঞতা হবে পৃথিবীর মাটিতেই। -ওয়েবসাইট স্কুলে চিতাবাঘ! ভারতের ব্যাঙ্গালুরু শহরের এক স্কুলে একটি চিতাবাঘ ঢুকে পড়ার পর এটিকে আটক করতে গিয়ে ছয়জন আহত হয়েছে। প্রায় ১০ ঘণ্টা চেষ্টার পর চিতাবাঘটিকে এক পাশে নিয়ে ট্র্যাংকুলাইজার দিয়ে ঘুম পাড়িয়ে দেন বিভাগের কর্মীরা। পরে সেটিকে একটি জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হয়। রবিবার সকালে শহরের ভিবজিওর ইন্টারন্যাশনাল স্কুলের সিসিটিভিতেই প্রথম তার ঘুরে বেড়ানোর ছবি ধরা পড়ে। এ ঘটনায় এক রসিকে মন্তব্য, চিতাটি পড়তে এসেছিল। কিন্তু জানত না আজ ছুটির দিন।- বিবিসি
×