ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৮:৪২, ৮ ফেব্রুয়ারি ২০১৬

পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। রবিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ছাত্র দলের ৭ শতাধিক সদস্যের কমিটিতে স্থান না পেয়ে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা রাতে গুলশান কার্যালয়ের খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে যায়। কিন্তু গুলশান কার্যালয়ের প্রবেশ পথে তাদের ভেতরে প্রবেশ করতে বাধা দেয়া হয়। এ পর্যায়ে তারা খালেদা জিয়ার সঙ্গে দেখার করার আগ্রহ প্রকাশ করে। তাদের ভেতরে প্রবেশ করতে বাধা দেয়া হয়। হৈ হুল্লোর ও চিৎকার চেঁচামেচি শুরু করে। এ সময় সেখানে উপস্থিত ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়া কয়েকজন নেতাকর্মী তাদের ধাওয়া করে। বিক্ষুব্ধরাও পাল্টা ধাওয়া করে। খালেদা জিয়ার কার্যালয়ে থাকা নিরাপত্তা কর্মীরা উভয়পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা খালেদা জিয়ার অফিসের সামনের সড়কে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। তারা অবিলম্বে বর্তমান কমিটি ভেঙ্গে বঞ্চিত নেতাকর্মীদের কমিটিতে স্থান দেয়ার দাবি জানায়।
×