ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধেয়ে আসছে গ্রহাণু

প্রকাশিত: ০৫:২২, ৮ ফেব্রুয়ারি ২০১৬

ধেয়ে আসছে গ্রহাণু

আগামী ৫ মার্চ পৃথিবীর খুব কাছাকাছি আসছে একটি গ্রহাণু। সে সময় গ্রহাণুটি পৃথিবী থেকে মাত্র নয় হাজার কিলোমিটার দূরত্বে অবস্থান করবে। তবে পৃথিবীর জন্য কোন হুমকি নেই বলেই মনে করছে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির (জেপিএল) গবেষকেরা দীর্ঘদিন ধরে গ্রহাণুটির ওপর নজরদারি করছেন। তারা ২০১৩ সালে গ্রহাণুটির নাম দেন ‘টিএক্স ৬৮’। গবেষকরা জানান, ৫ মার্চে এটি চাঁদের চেয়েও পৃথিবীর কাছে চলে আসবে। ১০০ ফুট ব্যাসের এই গ্রহাণুটি ২০১৭ সালের সেপ্টেম্বরেও একবার পৃথিবীর কাছ দিয়ে যাবে। এ ছাড়াও পরবর্তী সময়ে ২০৪৬ ও ২০৯৭ সালে পৃথিবীর কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে গ্রহাণুটির। গবেষকরা জানান, নিকটতম সময়গুলো বিবেচনায় ধরলেও পৃথিবীর সঙ্গে গ্রহাণুটির সংঘর্ষের আশঙ্কা ক্ষীণ। তবে এর ওপর আরও নজরদারি দরকার বলে মনে করেন তাঁরা। গবেষকরা জানান, গ্রহাণুটির কক্ষপথ সম্পর্কে সুনিশ্চিত নন তারা। গ্রহাণুটিকে ঠিক কোথায় দেখা যাবে, সেটি তাঁদের পক্ষে অনুমান করা শক্ত। তবে শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে এর গতিবিধির ওপর নজরদারি করার ঘোষণা দিয়েছে নাসার গবেষকরা। সূত্র: ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ও ইউনিভার্স টুডে
×