ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আপীল বিভাগে তিন বিচারপতি নিয়োগ

প্রকাশিত: ০৫:২১, ৮ ফেব্রুয়ারি ২০১৬

আপীল বিভাগে তিন বিচারপতি  নিয়োগ

স্টাফ রিপোর্টার ॥ উচ্চ আদালতে দীর্ঘদিনের পুঞ্জীভূত মামলা জট নিরসন ও বিচারপতি সঙ্কট দূর করতে হাইকোর্ট বিভাগ থেকে রবিবার আপীল বিভাগে তিন বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। এরা হলেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান । তাদের তিনজনকে নিয়ে সুপ্রীমকোর্টের আপীল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৯ জন। আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক বলেন, রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর রবিবার এই নিয়োগের আদেশ জারি করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় প্রধান বিচারপতি এস কে সিনহা নতুন তিন বিচারপতিকে শপথ পড়াবেন বলে রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে। বর্তমানে বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপীল বিভাগে রয়েছেন বিচারপতি মোঃ আবদুল ওয়াহহাব মিয়া, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোঃ ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে সর্বশেষ ২০১৩ সালের ২৮ মার্চ একসঙ্গে চারজনকে আপীল বিভাগে নিয়োগ দেয়া হয়েছিল। তাদের মধ্যে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ছাড়া বাকি তিনজন ইতোমধ্যে অবসরে গেছেন। সর্বশেষ গত অক্টোবরে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক আপীল বিভাগ থেকে অবসরে যান।
×