ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভালবাসার লাল গোলাপ

প্রকাশিত: ০৫:১৫, ৮ ফেব্রুয়ারি ২০১৬

ভালবাসার লাল গোলাপ

জনকণ্ঠ রিপোর্ট ॥ প্রিয়তম বা প্রিয়তমার স্নিগ্ধ সান্নিধ্যে চমকে উঠার অপার অনুভূতির নাম ভালবাসা। কখনও বা প্রখর রোদে হিমেল হাওয়ায় শীতল হওয়ার নামই ভালবাসা। অথবা সুরের আশ্রয়ে প্রকাশের ধরনটি এমন- ভেবেছিলেম আজকে সকাল হলে/সেই কথাটি তোমায় যাব বলে/ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে/পাখির গানে আকাশ গেল পুড়ে...। পাখির সেই গান আর ফুলের সৌরভ নিয়ে সময়ের স্রোতে আবার আসছে ভ্যালেনটাইন্স ডে। হৃদয় উজাড় করে মনের মানুষকে বলা হবে প্রিয় তীব্র আবেগমাখা সেই কথাটি। নানাভাবেই বলা যেতে পারে সেই কথাটি। তবে সবটুকু প্রকাশকে ছাপিয়ে যেতে পারে একটি কিংবা এক গোছা ফুল। সেক্ষেত্রে সৌন্দর্য ও সৌরভের বিবেচনায় বিকল্প নেই গোলাপের। কাঁটাযুক্ত ডালের ডগায় ঝুলে থাকা ফুলটি প্রিয়ার হাতে তুলে দিয়ে সহজেই ভুলিয়ে নেয়া যায় তার অন্তরটি। তাই তো ভালবাসা নিবেদনে জুড়ি নেই গোলাপের। প্রেম উদযাপনের ছয়টি দিন বাকি থাকলেও ইতোমধ্যেই যেন ভ্যালেনটাইন্স ডের আঁচ লেগেছে রাজধানীতে। শাহবাগের পুষ্প বিতানগুলোয় চলছে সেই প্রস্তুতি। দিনটিকে ঘিরে এখন থেকেই তোড়জোড় চলছে ফুল ব্যবসায়ীদের। দেশের নানা প্রান্তের ফুল বাগানের বর্ণিল গোলাপগুলোকে ভালবাসা দিবসে হাজির করতে এখন থেকেই তৎপর ফুল দোকানিরা। কারণ, রবিবার ছিল রোজ ডে। এই দিবসের মধ্য দিয়েই যাত্রা করল ভালবাসা সপ্তাহ। এবার বলা যাক রকমারি বর্ণ ও বিন্যাসের গোলাপের প্রতীকী মহিমা। প্রতিটি রঙের মাঝেই যেন নিহিত আছে বিশেষ ভাষা। প্রেম নিবেদনে চিরকালই অগ্রাধিকার পেয়েছে লাল গোলাপ। প্রেমের পদ্য থেকে শুরু গল্প কিংবা ধ্রুপদী সাহিত্যে স্বতন্ত্র মর্যাদা পেয়েছে বিশেষ রঙের গোলাপটি। একইসঙ্গে সৌন্দর্য ও ভালবাসার প্রতীকে পরিণত হয়েছে চোখকে চমকে দেয়া এই ফুলটি। তাই তো সময়ের সঙ্গে ভালবাসা নিবেদনের ধরনটি বদলে গেলেও লাল গোলাপের আবেদনটি যেন চিরন্তন। উল্টোদিকে মনের ভাষা বোঝানোর প্রতীকী হিসেবে ভালবাসা, কৃতজ্ঞতা ও স্বীকৃতির প্রতীক হয়েছে গোলাপি গোলাপ। এই বর্ণের গোলাপটি সঙ্গীর হাতে গুঁজে দিয়ে কথা ছাড়াই স্বাগত জানানো যেতে পারে। শোক প্রকাশে ব্যবহার হলেও সাদা গোলাপের গুরুত্ব রয়েছে গভীরে। কারণ, নতুন জীবনের সূচনার প্রতীক হিসেবে বিয়ের সময় নববধূর হাতে এই ফুলটি তুলে দেন তার জীবনসঙ্গী। এখানেই সাদা গোলাপের প্রতীকী অর্থের শেষ নয়। আধ্যাত্মিকতার প্রতীকরূপে বিবেচনা হয় করা শ্বেত বর্ণের এই ফুলটিকে। কমলা গোলাপের রয়েছে আবার পৃথক ব্যঞ্জনা। একসঙ্গে আবেগ, উৎসাহ ও উদ্দীপনার প্রকাশ ঘটেছে এই গোলাপে। কারো পাশের থাকার কথাটিও মুখে না বলে শুধুমাত্র এটি উপহার দিয়ে বলা যেতে পারে। কোন ঘটনায় ভেঙে পড়া প্রিয় মানুষটিকে উজ্জীবিত রাখতেও দেয়া যেতে পারে সাদা গোলাপ। হলুদ গোলাপকে বিবেচনা করা হয় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কের প্রতীকরূপে। প্রিয়জনের সুস্বাস্থ্য কামনার পাশাপাশি আনন্দের বয়ানটিও উঠে আসতে আসে এই ফুলটির আশ্রয়ে। ভালবাসার অর্ঘ্য নিবেদন ছাড়াও আভিজাত্যের উদাহরণ হিসেবে বিবেচিত হয় নীল গোলাপ। সেই সূত্রে আপনজনের পাশাপাশি সম্মানিত কোন ব্যক্তিকে সম্মান বা শুভেচ্ছা জানানো যেতে পারে পার্পেল রোজ দিয়ে। কালো গোলাপকে অনেকেই ভুল ভেবে শোকের বার্তা ভাবতে পারে। প্রকৃত অর্থে অসুস্থ প্রিয়জনকে এই বর্ণের গোলাপটি উপহার দিয়ে তার আরোগ্য কামনা করা যেতে পারে। সেই সঙ্গে সততা, আন্তরিকতা ও সহমর্মিতা প্রকাশেও রয়েছে এর বিশেষ অর্থ।
×