ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘরের মাঠে ফের ধাক্কা লিভারপুলের

প্রকাশিত: ০৪:২৫, ৮ ফেব্রুয়ারি ২০১৬

ঘরের মাঠে ফের ধাক্কা লিভারপুলের

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুতেই স্বস্তি মিলছে না লিভারপুলের। ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে দলটি আবারও হোঁচট খেয়েছে। শনিবার রাতে ঘরের মাঠ এ্যানফিল্ডে লিভারপুল ২-২ গোলে ড্র করে সান্ডারল্যান্ডের সঙ্গে। দুই গোলে এগিয়ে থাকার পরও শেষ আট মিনিটের ঝড়ে পয়েন্ট খুইয়েছে জার্গেন ক্লপের দল। পরশুর অন্য ম্যাচ এ্যাস্টন ভিলা ২-০ গোলে নরউইচ সিটিকে, নিউক্যাসল ইউনাইটেড ১-০ গোলে ওয়েস্টব্রুমউইচকে, এভারটন ৩-০ গোলে স্টোক সিটিকে, টটেনহ্যাম ১-০ গোলে ওয়াটফোর্ড ও সাউদাম্পটন একই ব্যবধােেন পরাজিত করে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। সোয়ানসি সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে মাটিতে নামিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করেছে লিচেস্টার সিটি। বর্তমানে ২৫ ম্যাচ শেষে এক নম্বরে থাকা লিচেস্টারের পয়েন্ট ৫৩। ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে টটেনহ্যাম। এক ধাপ পিছিয়ে ম্যানসিটির অবস্থান তিনে, পয়েন্ট ৪৭। রবিবারের ম্যাচের আগে ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চারে অবস্থান ছিল আর্সেনালের। এ্যানফিল্ডে ম্যাচের চারটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। গত সপ্তাহে লিচেস্টার সিটির কাছে ঘরের মাঠে ২-০ গোলে হারা লিভারপুল ম্যাচের ২০ মিনিটে প্রথম সুযোগ পায়। তবে স্পেনের ডিফেন্ডার আলবের্তো মরেনোর কোনাকুনি শট দারুণ দক্ষতায় রুখে দেন সান্ডারল্যান্ড গোলরক্ষক। ৪৪ মিনিটে ব্রাজিলের মিডফিল্ডার রবার্টো ফিরমিনোর জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হলে গোলশূন্য সমতাতেই শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ৫৯ মিনিটে জেমস মিলনারের ক্রসে দারুণ হেডে সান্ডারল্যান্ডের গোলরক্ষককে ফাঁকি দিয়ে লিভারপুলকে প্রথমবার এগিয়ে নেন ফিরমিনো। লীগে সর্বশেষ পাঁচ ম্যাচে এটি তার পঞ্চম গোল। ৬৪ মিনিটে দুইবার দলকে বাঁচান সান্ডারল্যান্ডের গোলরক্ষক। প্রথমে এ্যাডাম লালানা ও পরে জর্ডন ইবের শট ফিরিয়ে দেন তিনি। ৭০ মিনিটে লালানার গোলে ব্যবধান বাড়ায় লিভারপুল। এই গোলে দারুণ অবদান রাখেন ফিরমিনো। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে সুযোগটি সৃষ্টি করেন তিনি। ম্যাচের ৮২ মিনিটে ফ্রিকিক থেকে সান্ডারল্যান্ডের হয়ে প্রথম গোল করেন এ্যাডাম জনসন। এ্যানফিল্ডের হতাশা বাড়িয়ে ৮৮ মিনিটে ১০ গজ দূর থেকে বল জালে পাঠান জার্মেইন ডিফো। ফলে উত্তেজনাপূর্ণ ম্যাচটি অমীমাংসতিভাবে শেষ হয়। এই ম্যাচে লিভারপুলের সমর্থকরা টিকেটের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করেন। ম্যাচের ৭৭ মিনিটের সময় আচমকাই দলে দলে স্টেডিয়াম ছেড়ে চলে যেতে থাকেন সমর্থকরা। কয়েক হাজার লিভারপুল সমর্থক বেরিয়ে যান মাঠ থেকে। ওই সময় জোর গলায় তারা সেøাগান দিতে থাকেন, ‘যথেষ্ট হয়েছে।’ টিকেটের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করতেই এমন অভিনব পন্থা বেছে নেন লিভারপুল সমর্থকরা। আগামী মৌসুম থেকে লিভারপুলের খেলা দেখতে অনেক অর্থ খরচ করতে হবে তাদের। সবচেয়ে ভাল টিকেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৭ ইউরো। আগে যেটার মূল্য ছিল ৫৯ ইউরো। টিকেটের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করতে গিয়েই ৭৭ মিনিটে ওয়াকআউট করার সিদ্ধান্ত নেন লিভারপুল সমর্থকরা। ‘আমরা সমর্থক, ক্রেতা নই’ এমন ব্যানারে ছেয়ে গিয়েছিল এ্যানফিল্ড স্টেডিয়াম। ধাপে ধাপে টিকেটের মূল্যবৃদ্ধির চিত্র দেখিয়ে আরেকটি বড় ব্যানারে লেখা হয়, ‘তোমাদের একটা গরিব ছেলের গল্প বলব।’ সমর্থকদের চটিয়ে দেয়ার ফল যে ভাল হবে না, সেটাও যেন এই ম্যাচে হাতেনাতে টের পেয়েছে লিভারপুল। সান্ডারল্যান্ডের বিপক্ষে ৭৭ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকার পরও ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে ইংল্যান্ডের অন্যতম সেরা এই ক্লাবকে। ম্যানসিটিকে হারিয়ে শিরোপাস্বপ্ন আরও জোরালো করেছে লিচেস্টার। তবে দলটির কোচ ক্লডিও রানিয়েরি সতর্কই থাকছেন। তিনি বলেন, এখনই আমাদের তুষ্ট হওয়ার মতো কিছু হয়নি। অনেক পর্ব আছে। অনেক কিছু ঘটতে পারে। শেষ পর্যন্ত আমাদের মনসংযোগ ধরে রাখতে হবে।
×