ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্টেনমার্কের রেকর্ডের কাছাকাছি ভন

প্রকাশিত: ০৪:২৪, ৮ ফেব্রুয়ারি ২০১৬

স্টেনমার্কের রেকর্ডের কাছাকাছি ভন

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত গতিতে ছুটছেন আমেরিকান তারকা লিন্ডসে ভন। বিশ্বকাপে ৭৬তম জয় তুলে নিলেন তিনি। শনিবার জার্মানিতে চলমান ওমেন্স ডাউনহিলে ১.৫১ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করেন লিন্ডসে ভন। এই প্রতিযোগিতায় দ্বিতীয় হন সুইজারল্যান্ডের স্কিয়ার ফ্যাবিয়েনি সুটার। আর তিন নাম্বারে থেকে প্রতিযোগিতা শেষ করেন স্বাগতিক জার্মানির ভিক্টোরিয়া রিজেন্সবার্গ। ২০০০ সালে স্কিয়ার হিসেবে যাত্রা শুরু করেছিলেন লিন্ডসে ভন। এরপর আর কখনই পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। দুর্দান্ত পারফর্মেন্স করে নিজেকে ক্রমেই নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। শনিবার ৩৮তম বিশ্বকাপের ডাউনহিল জয়ের স্বাদ পান তিনি। যা তার ক্যারিয়ারের সর্বমোট ৭৬তম জয়। সুইডেনের কিংবদন্তি স্কিয়ার ইনজিমার স্টেনমার্ক থেকে ১০টি শিরোপার দূরে। বিশ্বকাপে তার সর্বোমোট জয় ৮৬। ৩১ বছর বয়সী লিন্ডসে ভন এখন যেভাবে ছুটছেন তাতে স্টেনমার্কের সর্বোচ্চ জয়ের রেকর্ডটাও যে স্পর্শ করতে খুব বেশি দিন লাগবে না তা অনুমিতই। ৭৫তম জয়ের পর দারুণ রোমাঞ্চিত আমেরিকান স্কিয়ার লিন্ডসে ভন। তবে এজন্য যে বেশ ঘাম ঝরাতে হয়েছে সেটাও স্বীকার করেছেন এই তারকা এ্যাথলেট। এ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জয়টা খুব সহজে আসেনি। কারণ এখানকার লাইনটা খুব কঠিন ছিল। এটা ত্রুটিমুক্ত ছিল না।
×