ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কর কর্মকর্তাদের জন্য আচরণবিধি হচ্ছে ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৩:৫৪, ৮ ফেব্রুয়ারি ২০১৬

কর কর্মকর্তাদের জন্য আচরণবিধি হচ্ছে ॥ আইনমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ কর আদায়কারী কর্মকর্তা-কর্মচারীদের আচরণ কেমন হবে- তা নতুন আয়কর আইনে সংযোজন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার রাজধানীর এনবিআর ভবনে ‘নতুন আয়কর আইন প্রণয়নের লক্ষ্যে এক পরামর্শ সভায় তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সরকার জনগণকে পার্টনার হিসেবে দেখতে চায়। তাই নতুন কর আইন করবান্ধব ও ব্যবসায়ীবান্ধব হতে হবে। এ জন্য কর আদায়কারী কর্মকর্তা-কর্মচারীদের আচরণ কেমন হবে তা নতুন আয়কর আইনে সংযোজন করতে হবে। আইনে আচরণ বিধির স্পষ্ট উল্লেখ থাকতে হবে। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরও ছিলেন এনবিআর সদস্য ফরিদ উদ্দিন, সৈয়দ আমিনুল করিম, ডিসিসিআই প্রতিনিধি হায়দার আলী প্রমুখ।
×