ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের রঙ্গ মহোৎসবে ‘আমিনা সুন্দরী’

প্রকাশিত: ০৩:২৪, ৮ ফেব্রুয়ারি ২০১৬

ভারতের রঙ্গ মহোৎসবে ‘আমিনা সুন্দরী’

স্টাফ রিপোর্টার ॥ দেশে-বিদেশে নাটক মঞ্চায়নের ধারাবাহিকতায় এবার ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ১৮তম রঙ্গ মহোৎসবে আমন্ত্রিত হয়েছে থিয়েটার আর্ট ইউনিট। বিশ্বের প্রায় ৫০০টি নাটকের মধ্য থেকে বিদেশী বিভাগে এবার সেখানে থিয়েটার আর্ট ইউনিটের ‘আমিনা সুন্দরী’ নাটকটিকে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। দলসূত্রে জানা গেছে আগামীকাল ৯ ফেব্রুয়ারি ভারতের রাজধানী দিল্লীর অভিমঞ্চ ও ১১ ফেব্রুয়ারি কেরালার তিরুবনন্তপুরম শহরের ট্যাগর মঞ্চে ‘আমিনা সুন্দরী’ নাটকটির মঞ্চায়ন হবে। এ লক্ষে রবিবার সকালে থিয়েটার আর্ট ইউনিটের ২৫ সদস্যের একটি দল দিল্লীর উদ্দেশে যাত্রা করেছে। এর আগেও ‘আমিনা সুন্দরী’ নাটকটি পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি স্থানে মঞ্চস্থ হয়েছে। চট্টগ্রামের অমর লোকগাঁথা ‘ভেলুয়া সুন্দরী’ ও ‘নছর মালুম’ অবলম্বনে ‘আমিনা সুন্দরী’ নাটকটিও রচনা করেছেন এসএম সোলায়মান। এটি নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী। নাটকটিতে অভিনয় করেছেন সেলিম মাহবুব, চন্দন রেজা, প্রশান্ত হালদার, স্বাধীন শাহ, মোঃ বারী, ফেরদৌস আমিন বিপ্লব, সাইফ সুমন, কামরুজ্জামান মিল্লাত, ফৌজিয়া করিম অনু, শাহনাজ শানু, আনিকা মাহিন, দীপ্তা রক্ষীত, হাসনাত প্রদিপ, রেজাউল আমিন সুজন, সুমন মজুমদার, মাহফুজ সুমন, নুরুজ্জামান বাবু, শাপলা ও লেনিন। নাটকে এক সাধারণ নারীর বর্ণনায় উঠে এসেছে পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের অবস্থান। সমাজে নারীর যথাযথ মর্যাদ নেই। এমনকি তাদের অবেগ-ভালবাসারও কোন মূল্য নেই। কখনও কখনও তারা নিকটাত্মীয়দের দ্বারা প্রতারিত হয়। নাটকে আমিনা সুন্দরী তার বার্মা প্রবাসী স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু আমিনাকে না জানিয়েই তার স্বামী নাছার এক বার্মা নারী এখিনকে বিয়ে করে নিয়ে আসে। এক পর্যায়ে নাছারের সঙ্গে আমিনার দেখা হয় ভোলায়, এক ব্যবসায়ীর বাড়িতে। নাছার সে সময়েও আমিনার সতিত্ব নিয়ে প্রশ্ন তোলে। নাটকটি প্রসঙ্গে নির্দেশক রোকেয়া রফিক বেবী বলেন, জীবন শেষ তো বেবাক শেষ। ছোট্ট একটি সংলাপ আমাকে বারবার টেনে নিয়ে গেছে আমিনার কাছে, মুখোমুখি করেছে সহস্র প্রশ্নের। এ নাটকে মানুষের প্রেম, সংগ্রাম আর মানবিকতার মিশেলে যে জীবন, তার মহত্ম আমাকে তাড়িত করেছে বারবার। মহাকালের কাছে মানব জীবনের ক্ষুদ্রতা, আর এক মানব জীবনের মহত্ত্বের কাছে মহাকালের ক্ষুদ্রতার দ্বন্দ্বে আমি আলোড়িত হয়েছি। তিনি বলেন, এই দ্বন্দ্বের আপেক্ষিকতার সমাধান কী? আমিনা সুন্দরী আমার কাছে কোন সময়ের গল্প নয়, সর্বকালে পৃথিবীর সব প্রান্তে এ গল্প সত্যনিষ্ঠ। তাই এক আমিনার গল্পে আমি উপস্থাপন করেছি বহু আমিনার গল্প। দেশে বিদেশে নাটকটি প্রশংসিত হচ্ছে। এটি আমাদের জন্য অন্যতম প্রাপ্তি।
×