ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবায়নযোগ্য শক্তি ব্যবহারে মিলবে সহজ শর্তে ঋণ ॥ গবর্নর

প্রকাশিত: ০০:১৫, ৭ ফেব্রুয়ারি ২০১৬

নবায়নযোগ্য শক্তি ব্যবহারে মিলবে সহজ শর্তে ঋণ ॥ গবর্নর

অর্থনৈতিক রিপোর্টার ॥ যেসব শিল্পকারখানায় নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা হবে, তাদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, এতে ব্যাংকের কোনো ক্ষতি হবে না। রবিবার সকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) গ্রিন ব্যাংকিং পদ্ধতির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তখন এ কথা বলেন তিনি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানি ও শক্তির ব্যবহারকে উৎসাহিত করার জন্য বাংলাদেশে চালু হয়েছে গ্রিন ব্যাংকিং। আতিউর রহমান বলেন, গ্রিন ব্যাংকিং প্রকল্পের আওতায় দেশের যেসব শিল্পকারখানায় সৌরশক্তি কিংবা বায়োগ্যাসের মতো নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা হবে, তাদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে। আর এ প্রকল্পে সহায়তা করবে জার্মানির উন্নয়ন সংস্থা জিআইজেডসহ বেশ কয়েকটি সংস্থা। গবর্নর বলেন, গ্রিন ব্যাংকিংয়ের জন্য ব্যাংকগুলোর কোনো ক্ষতি হবে না। এ রকম একটা মেকানিজমে বাংলাদেশ লাভবান হবে। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিনজ উপস্থিত ছিলেন।
×