ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিতে বদ্ধ পরিকর

প্রকাশিত: ২৩:১৮, ৭ ফেব্রুয়ারি ২০১৬

সরকার মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিতে বদ্ধ পরিকর

অনলাইন রিপোর্টার ॥ বর্তমান সরকার দেশ থেকে নিরক্ষরতার অভিশাপ দূর করতে মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। রাজশাহীতে এক মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেছেন। রাজশাহী নগরীর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনিস্টিটিউট (পিটিআই)’র মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘মানসম্পন্ন শিক্ষা, জাতির অঙ্গীকার’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। দিবসটি উপলক্ষে দিনব্যাপী শিক্ষা মেলা এবং সংস্কৃতিক অনুষ্ঠানসহ মাঠ পর্যায়ে শিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এতে অংশ নেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন) আনোয়ারুল হক। অনুষ্ঠানে সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, পিটিআই’র তত্তাবধায়ক রেজাউল হক, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তা মো. সানাউল্লা, সহকারি থানা শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং প্রাথমিকের শিক্ষক কুমকুম ইয়াসমিন ও সাবির রহমান বক্তব্য রাখেন। সভায় প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে নেওয়া অবকাঠামো উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহসহ পিছিয়ে থাকা শিক্ষার্থীদের শিক্ষার কার্যক্রমে অন্তর্ভূক্ত করা সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন।
×