ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় সহপাঠীদের সড়ক অবরোধ

প্রকাশিত: ২৩:১২, ৭ ফেব্রুয়ারি ২০১৬

কিশোরগঞ্জে স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় সহপাঠীদের সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার পাকুন্দিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রী আহত হওয়ার জের ধরে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। রবিবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের পুলেরঘাট বাজারে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে শত শত স্কুলশিক্ষার্থী। এ সময় রাস্তার দুইদিকে বাস, ট্রাকসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পাকুন্দিয়ার ইউএনও মোহাম্মদ মোশারফ হোসেন ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। কিশোরগঞ্জের কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তৃপ্তি আক্তার শনিবার বিকেলে কালিয়াচাপড়া চিনিকলের সামনে সিএনজি অটোরিকসার ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ সিএনজি অটোরিকশাটি আটক করেছে।
×