ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ১ কোটি ২০ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার

প্রকাশিত: ২২:২৮, ৭ ফেব্রুয়ারি ২০১৬

মুন্সীগঞ্জে ১ কোটি ২০ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরাপাড়া থেকে ১ কোটি ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। পুরবী ফিসিং নেট ইন্ডাট্রিজে রবিবার কয়েক ঘন্টা ধরে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার এবং মালিক বকুল বেগমকে (৫০) আটক করে। তবে অপর মালিক তার স্বামী সফিউদ্দিন আহমেদকে পাওয়া যায়নি। পরে বিকালে কারেন্ট জাল তৈরীর এই ফ্যাক্টরীর জাল ছাড়াও সুতা এবং ববিন জব্দ করে এনে নায়গাঁওয়ের ধলেশ্বরী তীরে বিনষ্ট করা হয়। র‌্যাব-১১, মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় এই অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকী। র‌্যাব-১১ নারায়গঞ্জ ক্যাম্পের এএসপি মশিউর রহমান জানান, বেআনীভাবে গোপনে এই কারেন্ট জাল তৈরীরত এবং বিপুল পরিমান এই জাল গুদামজাত করা ছিল। সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহজাদা খসুরু জানান, এই কারেন্ট জাল মৎস্য সম্পদ বিনিষ্ট করে চলছে। মামলা সংক্রান্ত জটিলতার অবসানের পর এই ফ্যাক্টরী আর চলমান থাকার সুযোগ নেই তারপরও মুক্তারপুর ও আশপাশের এলাকায় অতি গোপনে নানাভাবে এই অবৈধ জাল তৈরী করা হচ্ছে। ভ্রাম্যমান আদালতটির বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকী তাই প্রায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে। যতদিন এর খোঁজ পাওয়া যাবে ততদিনই অভিযান চলবে।
×