ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীতে জাল ডলার লেনদেনের সময় ইউপি সদস্য আটক

প্রকাশিত: ২১:৫৮, ৭ ফেব্রুয়ারি ২০১৬

নীলফামারীতে জাল ডলার লেনদেনের সময়  ইউপি সদস্য আটক

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ জাল ডলার ও জাল টাকা চক্রের স্থানীয় হোতা নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মিঠু মিয়াকে (৩০) আজ রবিবার ভোরে আটক করেছে পুলিশ। এ সময় ওই চক্রের আরও ১০ জন পালিয়ে যায়। কিশোরীগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান আটক ইউপি সদস্য ওই ইউনিয়নের পশ্চিম দলিরাম গ্রামের বিশাদু মাহমুদের ছেলে। সুত্র মতে আজ রবিবার ভোরে ওই ইউনিয়নের জুম্মা পাড়া নামক স্থানে দুটি গ্রপের মধ্যে জাল ডলার ও জাল টাকা লেন দেন হচ্ছিল। এ সময় তাদের মধ্যে বচসার সৃষ্টি হয়। এলাকাবাসী টের পেয়ে পুলিশ কে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় আটক হয় ইউপি সদস্য মিঠু। তাকে আদালাতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
×