ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঘরের মাঠেই নাস্তানাবুদ ম্যানসিটি

প্রকাশিত: ১৮:৩৪, ৭ ফেব্রুয়ারি ২০১৬

ঘরের মাঠেই নাস্তানাবুদ ম্যানসিটি

অনলাইন ডেস্ক ॥ এবার ঘরের মাঠেই নাস্তানাবুদ! আসলে প্রতিপক্ষ যে লিচেস্টার সিটি। চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলছে যে দলটি। শনিবার অ্যাওয়ে ম্যাচেও ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয়ের সেই ধারাবাহিকতা ধরে রেখেছে তারা। ইত্তিহাদ স্টেডিয়ামে এদিন সফরকারী লিচেস্টার সিটি ৩-১ গোলে হারিয়েছে ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যদেরকে। সেইসঙ্গে ইঙ্গিতটাও দিয়ে দিল যে সব ম্যাচেই চমক দেওয়ার ক্ষমতা রাখে লিচেস্টার সিটি। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানও ধরে রাখল তারা। ম্যানচেস্টার সিটির বিপক্ষে জোড়া গোল করেছেন রবার্ট হুট। আর অন্য গোলটি করেন রিয়াদ মাহরেজের। আর স্বাগতিক ম্যানচেস্টার সিটির হয়ে স্বান্ত্বনার একমাত্র গোলটি এসেছে সার্জিও অ্যাগুয়েরোর পা থেকে। ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচ শুরুর তিন মিনিটেই হুটের গোলে এগিয়ে যায় লিচেস্টার সিটি। বিরতির সময় তারা এক গোলেই এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে মাহরেজ গোল করে ব্যবধান দ্বিগুন করেন। ৬০ মিনিটে হুট গোল করলে বড় জয়েরই ইঙ্গিত দেয় ক্লাবটি। কিন্তু ৮৭ মিনিটে অ্যাগুয়েরোর গোল করলে কিছুটা হলেও সান্ত্বনা খোঁজে পায় স্বাগতিক সমর্থকরা।
×