ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্ষুদে সঙ্গীত প্রতিভা অংকন

প্রকাশিত: ০৪:২৫, ৭ ফেব্রুয়ারি ২০১৬

ক্ষুদে সঙ্গীত প্রতিভা অংকন

স্টাফ রিপোর্টার ॥ ক্ষুদে সাংস্কৃতিক প্রতিভা অর্নব রায় অংকন। নজরুল সঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করেছে অংকন। পাশাপাশি বিভিন্ন শিশুতোষ নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছে। চলছে তার সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ। জানা গেছে দেশব্যাপী শিশু প্রতিভা অন্বেষণ কর্মসূচির আওতায় বাংলাদেশ শিশু একাডেমির শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নজরুল সঙ্গীতে দ্বিতীয় এবং উচ্চাঙ্গ সঙ্গীতে তৃতীয় স্থান লাভ করেছে অংকন। গত ২৩ জানুয়ারি শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে পুরস্কার নেয় অংকন। এর আগে সে ওই দুই বিষয়ে গাজীপুর জেলা পর্যায়ে প্রথম এবং ঢাকা অঞ্চলে প্রথম স্থান অধিকার করে। টঙ্গীর দত্তপাড়ার নিউ ব্লোন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র অংকন সঙ্গীত শিক্ষক ইত্তেফাক আহমেদের কাছে নিয়মিতভাবে সঙ্গীতে তালিম নিচ্ছে। বাবা অভিনেতা অমল কৃষ্ণ রায় এবং মা শিক্ষিকা অঞ্জনা রায়ের উৎসাহে সাংস্কৃতিক অঙ্গনে সাফল্য অর্জন করেছে। তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সহপাঠিরাও তাকে অনুপ্রেরণা দিয়ে থাকে। তার এ সাফল্যে সঙ্গীতশিক্ষক ইত্তেফাক আহমেদ জনকণ্ঠকে বলেন, অংকন আমার স্নেহের ছাত্র। ওর এই সাফল্যে আমি গর্বিত। চর্চা চালিয়ে গেলে ও ভবিষ্যতে খুব ভাল একজন শিল্পী হবে। সঙ্গীতের পাশাপাশি অংকনের নাট্য প্রতিভাও সমুজ্জ্বল। ইতোমধ্যে বাংলা ভিশনে প্রচার হয়েছে অংকন অভিনীত নাটক ‘সংসার রঙ্গ’, ‘ফাঁকি’, ‘প্রেম ও পিঞ্জর’ এবং কাওনাইন সৌরভের রচনা ও পরিচালনায় নাটক ‘স্বপ্নের বর্নমালা’, চ্যানেল নাইনে প্রচার হয়েছে তুহিন অবন্ত পরিচালিত ‘মনলোভা’, ‘ভূত’, ধারাবাহিক নাটক ‘হেলিকপ্টার’ প্রভৃতি। এছাড়া ইউনিসেফ পরিচালিত ‘সোয়ান ফ্লু ভাইরাস’ বিজ্ঞাপনে অংশ নিয়েছে সে। প্রদীপ অধিকারী পরিচালিত ’৭১-এর পদাবলী’ ও ’৭১-এর বাউল’ অনুষ্ঠানের নিয়মিত গায়ক অংকন। মূলধারার সংস্কৃতিচর্চা কেন্দ্রের সদস্য অংকন টঙ্গীসহ বিভিন্ন মঞ্চে নিয়মিত অভিনয়, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করে থাকে। ২০০৪ সালে ২৩ নবেম্বর বরিশালের আগৈল ঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামে জন্ম নেয়া অংকন ভবিষ্যতে দেশ সেরা হিসেবে শিল্পী হতে চায়। এ জন্য সে দোয়া প্রার্থী। তার জন্য শুভ কামনা।
×