ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরিয়ার সাঁড়াশি অভিযান, তুরস্কে ছুটছে মানুষ

প্রকাশিত: ২১:৩৫, ৬ ফেব্রুয়ারি ২০১৬

সিরিয়ার সাঁড়াশি অভিযান,  তুরস্কে ছুটছে মানুষ

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ার আলেপ্পো প্রদেশে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সাঁড়াশি অভিযান চালিয়েছে সরকারি বাহিনী। এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে তুরস্কের দিকে ছুটছে প্রদেশটির গ্রামাঞ্চলের হাজার হাজার মানুষ। আল-জাজিরার খবরে বলা হয়, সুইজারল্যান্ডের জেনেভায় সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনা পণ্ড হয়ে গেছে। এরই মধ্যে সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দমনে সেনা পাঠানোর কথা বলেছে সৌদি আরব। এসব বাস্তবতায় সরকার ও বিদ্রোহীদের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণ ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। বিপাকে পড়ে লোকজন ছুটছে তুরস্কের দিকে। তুরস্কেরর একটি দাতব্য সংস্থা গতকাল শুক্রবার জানিয়েছে, প্রায় ৫০ হাজার শরণার্থীর জরুরি খাদ্য, পানি ও আশ্রয় দরকার। হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশন (আইএইচএইচ) নামের এই সংস্থাটি জানিয়েছে, ‘গত তিনদিনে আলেপ্পোর আজাজ থেকে ৫০ হাজার লোক তুরস্কের কিলিস সীমান্তে এসেছে।’ ‘প্রাণ বাঁচাতে যেসব লোক বাড়ি ছেড়ে পালিয়েছে, সীমান্তে এসেছে, তারা খোলা আকাশে গাছের নিচে ঘুমাচ্ছে।’ এর আগে গত বৃহস্পতিবার লন্ডনে সিরিয়ায় অর্থদাতাদের একটি সম্মেলনে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু বলেন, আলেপ্পোতে সহিংসতার ভয়ে ৬০ থেকে ৭০ হাজার সিরীয় তুরস্কের পথে রয়েছে।
×