ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীর খোকসার ঘাট সেতুর উদ্ধোধন করলেন ওবায়দুর কাদের

প্রকাশিত: ২০:৩৮, ৬ ফেব্রুয়ারি ২০১৬

নীলফামারীর খোকসার ঘাট সেতুর উদ্ধোধন করলেন ওবায়দুর কাদের

স্টাফ রির্পোটার,নীলফামারী॥ অবশেষে ১৬ বছর পর আজ শনিবার সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো নীলফামারীর ডিমলা উপজেলার খোকসার ঘাট সেতুর। ফলক উম্মচনের মাধ্যমে ১০৭ দশমিক ৫৬ মিটার দীর্ঘ সেতুটির উপর দিয়ে যানবাহন চলাচলের জন্য উদ্বোধন করেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুর কাদের এমপি। এ সময় উপ¯ি’ত ছিলেন নীলফামারী ১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন খাঁন, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীগন। বুড়িতিস্তা নদীর উপর এই সেতুটি চালু হওয়ায় ডিমলা উপজেলার সাথে জেলা সদরের দুরত্ব প্রায় ১৫ কিলোমিটার কমেছে। নীলফামারী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভির সিদ্দিকী বলেন, কাজটি শেষ হতে মোট ব্যয় হয়েছে চার কোটি ৩০ লাখ টাকা। সেতু উদ্ধোধনের সময় সেতু ঘিরে এলাকারা হাজার হাজার মানুষের ঢল নামে।
×