ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চিকিৎসক সঙ্কটে রাজশাহী মেডিক্যালে সুচিকিৎসা পাচ্ছেন না রোগীরা

প্রকাশিত: ০৫:৩৫, ৬ ফেব্রুয়ারি ২০১৬

চিকিৎসক সঙ্কটে রাজশাহী মেডিক্যালে সুচিকিৎসা পাচ্ছেন না রোগীরা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চিকিৎসক সঙ্কটের কারণে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে সুচিকিৎসা পাচ্ছেন না রোগীরা। বছরখানেক ধরে সরকারী এই হাসপাতালটির এক্সরে, সিটি স্ক্যান, এনজিওগ্রাম মেশিনটি বিকল থাকায় বাড়তি বিড়ম্বনা পোহাতে হচ্ছে রোগীদের। অবশ্য সমস্যা সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন হাসপাতালের দায়িত্বশীলরা। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী চিকিৎসা নিতে আসায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে অনেকের ঠাঁই হয় মেঝেতে। কর্তব্যরত চিকিৎসকরা বলছেন, ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হাসপাতালটি ৫৫০ শয্যা থেকে বাড়িয়ে ১ হাজার ২শ’ বেডে উন্নীত করা হয় ২০১৪ সালে। প্রতিদিন এখানে আরোগ্য লাভের আশায় ভর্তি হন প্রায় দেড় থেকে দু’হাজার রোগী। এতে সীমিত চিকিৎসক দিয়ে যথাযথ সেবা দেয়া সম্ভব হচ্ছে না। শুধু চিকিৎসক সঙ্কট নয়, হাসপাতালটিতে বছরখানেক ধরে ২টি এক্সরে, ১টি সিটি স্ক্যান, ১টি এনজিওগ্রাম ও ২টি এ্যাম্বুলেন্স নষ্ট হয়ে পড়ে আছে। ফলে রোগীদের সুচিকিৎসা দেয়াটা সম্ভব হচ্ছে না বলে স্বীকার করলেন হাসপাতালের উপ-পরিচালক ডাঃ তফিকুল ইসলাম বেলাল। তবে মন্ত্রণালয়ে এ সঙ্কট উত্তরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগাদা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
×