ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসলামের ওপর আঘাত সব ধর্মের প্রতিই আক্রমণ ॥ ওবামা

প্রকাশিত: ০৭:১৭, ৫ ফেব্রুয়ারি ২০১৬

ইসলামের ওপর আঘাত সব ধর্মের প্রতিই আক্রমণ ॥ ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার প্রথমবারের মতো আমেরিকায় একটি মসজিদ পরিদর্শন করেছেন। তিনি সেখানে বলেছেন যে, ইসলামের ওপর আঘাত সকল ধর্মের ওপরই আঘাত। তিনি রাজনৈতিক ক্ষেত্রে মুসলিমবিরোধী কথাবার্তাকে অমার্জনীয় বলে অভিহিত করেন। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ও দলের অন্য মনোনয়ন প্রত্যাশীদের মুসলিমবিরোধী বক্তব্যের পরোক্ষ প্রতিবাদে ওবামা ঐ কথা বলেন। খবর বিবিসি টেলিগ্রাফ ও ওয়াশিংটন পোস্টের। বাল্টিমোরে মসজিদ পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, মুসলমানদের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দেবার কোন যুক্তি থাকতে পারে না। আমেরিকার মুসলমানদের প্রশংসা করে ওবামা বলেন, তিনি এমন অনেক আমেরিকান মুসলমানদের দেখেছেন যারা দেশপ্রেমিক এবং সম্মানিত। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, ওবামার এই সফর ধর্মীয় স্বাধীনতার পক্ষে এবং উগ্রবাদের বিপক্ষে। ডোনাল্ড ট্রাম্প ও সিনেটর মার্কো রুবিও ওবামার বুধবার বাল্টিমোরের শহরতলিতে ঐ মসজিদ পরিদর্শনের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
×