ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুশান্ত মজুমদারের গল্পগ্রন্থ ‘সন্দেহ ও নতুন কুটুম’

প্রকাশিত: ০৫:৪৭, ৫ ফেব্রুয়ারি ২০১৬

সুশান্ত মজুমদারের গল্পগ্রন্থ ‘সন্দেহ ও নতুন কুটুম’

পাঁচ বছর পর পনেরোটি গল্প নিয়ে একুশের বই মেলায় বের হচ্ছে সুশান্ত মজুমদারের নতুন গল্পগ্রন্থ ‘সন্দেহ ও নতুন কুটুম।’ গল্পের বিষয় জাতির শ্রেষ্ঠকর্ম মুক্তিযুদ্ধ এবং সমাজের বর্তমান পরিপ্রেক্ষিত। সন্তান খুঁজে ফিরছে শহীদ যোদ্ধা পিতার কবর, স্বাধীনতার এত বছর পর স্ত্রী জানলো স্বামী ছিল রাজাকার, গ্রামীণ যুদ্ধাপরাধীর বিচার প্রসঙ্গে মুক্তিযোদ্ধার সংশয়, একাত্তরের পরাস্ত প্রতিপক্ষের সঙ্গে আত্মীয়তাসূত্রে নতুন শ্রেণীর উদ্ভব, মুক্তিযুদ্ধ এখন ধূলি-ধূসরিত ঘটনা-সন্তানের এমন মনোভাবে ম্রিয়মাণ বাবার জোরালো প্রতিবাদ হৃদয়সংবাদী পাঠকের জন্য এক নতুন বোধোদয়। একাধিক গল্পে রয়েছে উপস্থিত কালের বিরুদ্ধ বাস্তবতা : রাজনীতি করা পেশিবাজ যুবকের নারী নির্যাতন, সংখ্যালঘু নিপীড়ন ও তাঁর সম্বল লুট, আয়ু শোষক এনজিওর উপরচালাকি, ক্ষুধার্তদের জড়ো করে রাজকর্মচারীদের বানোয়াট প্রতিশ্রুতি, ভুল বিশ্বাসে সাধারণ জনের অনর্থক আস্থা, ভালো মানুষির আড়ালে লুকানো চালিয়াতি, শিক্ষিত নামের শঠের উঁচু স্বর, দক্ষিণের লবণাক্ত জলহাওয়া নদীর বৃত্তান্ত। সুশান্ত মজুমদারের গল্প মানে জ্বলে যাওয়া জীবনের রুক্ষè কথকতা। অধ্যবসায়ী পাঠক স্বতন্ত্র গল্পভাষা ও বিষয়ানুগ আঙ্গিকের গল্পগুলি পাঠে মানুষের গ্লানি ও পতন, জঙ্গম জীবনের বিষ ও মধু, জাগরণ ও নতুন দীপ্তির সারাৎসার হৃদয়াঙ্গম করতে পারবেন। দশ ফর্মার গ্রন্থটি প্রকাশ করছে জয়তী প্রকাশনী। গল্পগ্রন্থটি বরেণ্য প্রয়াত শিল্পী কাইয়ুম চৌধুরীর উদ্দেশে উৎসর্গিত। প্রচ্ছদ ও আলোকচিত্র: শান্তনু মজুমদার। মূল্য : তিনশ টাকা।
×