ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও শিক্ষামেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩:৪৮, ৪ ফেব্রুয়ারি ২০১৬

প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও শিক্ষামেলা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ “মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষামেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রাইমারী ট্রেনিং ইন্সটিটিউট চত্বরে দিনব্যাপী আয়োজিত শিক্ষা মেলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হারেসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। এছাড়া আরো বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিয়াকত আলী, পিটিআই’র ইন্সট্রাক্টর নিখিল চন্দ্র বসাক প্রমুখ। শিক্ষা মেলায় সদর উপজেলার প্রায় ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্টল বসিয়ে নানান শিক্ষা উপকরণ প্রদর্শন করে। এতে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবকেরা অংশ নেন।
×