ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেরপুরে গ্রীষ্মকালীন সরিষা বীজ উৎপাদনের ওপর প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ২২:০৬, ৪ ফেব্রুয়ারি ২০১৬

শেরপুরে গ্রীষ্মকালীন সরিষা বীজ উৎপাদনের ওপর প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ দেশে ভোজ্য তেলে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য নিয়ে শেরপুরের নালিতাবাড়ী বিনা উপকেন্দ্র বিনা সরিষা-১০ এর সম্প্রসারণে বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। আমন, বোরো ধান আবাদের মাঝে সরিষা আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে আজ বৃহস্পতিবার দুপুরে নালিতাবাড়ী বিনা উপকেন্দ্রে এক প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়। জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বিনা ময়মনসিংহের গবেষণা শাখার পরিচালক ড: হোসনেয়ারা বেগম। শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে বিনার বৈজ্ঞানিক কর্মকর্তাসহ স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক ফজলুল হক বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, দেশে বর্তমানে ১২ লক্ষ টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে এখনও প্রায় ৩০ ভাগ তেল বিদেশ থেকে আমদানী করতে হয়। এ সমস্যা উত্তরণের লক্ষ্য নিয়ে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনিষ্টিটিউট স্বল্প মেয়াদি আমন ধান ও নাবী বোরো ধান উদ্ভাবনের পাশাপাশি সরিষা বীজ উদ্ভাবন করেছে। যাতে করে কৃষকরা একই জমিতে আমন এবং বোরো আবাদের মাঝামাঝি সরিষা আবাদ করে লাভবান হতে পারে। ভোজ্যতেলে স্বয়ংস্পূর্ণতা অর্জন করতে পারে দেশ। মাঠ দিবসে ৫০ জন কৃষক অংশ গ্রহণ করে।
×