ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৩০, ৪ ফেব্রুয়ারি ২০১৬

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বিষয়: সাধারণ জ্ঞান (পূর্ব প্রকাশের পর) ১১। ‘মরমী কবি’ বলা হয় কাকে? ক) হাসন রাজা খ) ঈসা খাঁ গ) আলাউদ্দিন খাঁ ঘ) সুলতান মিয়াজী ১২। ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন্ অঞ্চলের লোকসঙ্গীত? ক) পার্বত্য চট্টগ্রাম খ) সিলেট গ) রাজশাহী ঘ) রংপুর ১৩। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? ক) ১৪ ডিসেম্বর খ) ১৬ ডিসেম্বর গ) ৩ ডিসেম্বর ঘ) ২৫ মার্চ ১৪। এডেন কোন্ দেশের সমুদ্রবন্দর? ক) ইয়েমেন খ) কাতার গ) ওমান ঘ) ইরাক ১৫। ইউরোপের দীর্ঘতম নদীÑ ক) দানিয়ুব খ) ভল্গা গ) রাইন ঘ) টেমস্ ১৬। মিসর সুয়েজ খাল জাতীয়করণ করেছিলÑ ক) ১৯৫৬ সালে খ) ১৯৫৫ সালে গ) ১৯৫৪ সালে ঘ) ১৯৫৩ সালে ১৭। ‘ওয়াটার লু’ যুদ্ধক্ষেত্র কোথায়? ক) ইংল্যান্ড খ) ফ্রান্স গ) বেলজিয়াম ঘ) জার্মানি ১৮। জাতিসংঘ দিবস পালিত হয়? ক) ২৪ অক্টোবর খ) ২৪ আগস্ট গ) ২৪ সেপ্টেম্বর ঘ) ২৪ ডিসেম্বর ১৯। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? ক) ফ্লোরিডা খ) পক গ) বেরিং ঘ) জিব্রাল্টার ২০) প্রাচীন মিসরীয় সভ্যতা কোন্ নদীর তীরে গড়ে উঠেছিলো? ক) নীল খ) ইউফ্রেটিস গ) হোয়াংহো ঘ) সিন্ধু ২১। রয়টার কোন দেশের সংবাদ সংস্থা? ক) যুক্তরাজ্য খ) যুক্তরাষ্ট্র গ) ফ্রান্স ঘ) জার্মানি ২২। শিরিন এবাদি কোন দেশের নাগরিক? ক) ইরাক খ) ইরান গ) মিসর ঘ) সিরিয়া
×