ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রয়োজন জ্ঞানার্জন

প্রকাশিত: ০৩:৫০, ৪ ফেব্রুয়ারি ২০১৬

প্রয়োজন জ্ঞানার্জন

কামরুল হাসান অনেক শিক্ষিত ব্যক্তি আছেন তারা বই পড়েন কর্মক্ষেত্রে যোগদানের পূর্ব পর্যন্ত। যেই কর্মক্ষেত্রে যোগ দেন, সম্পর্কের ছেদ ঘটে বইয়ের সঙ্গে। আবার এমন অনেক ব্যক্তি আছেন, নিজে সুশিক্ষিত না হয়েও বইকে জীবনের সঙ্গে আপন করে নেন। তিনি হলেন, স্বশিক্ষিত আরজ আলী মাতুব্বর। সত্য অনুসন্ধান করতে গিয়ে ধর্ম, দর্শন ও বিজ্ঞানের প্রচুর বই পড়েন ও সংগ্রহ করেন। তার জীবনের শুরুতে বই কেনার সম্বল ছিল না। তিনি ছেঁড়া বই সংগ্রহ করে পড়তেন। পরবর্তী সময়ে বই পড়ার জন্য লামচড়ি বাড়ি থেকে দীর্ঘ সাত মাইল পথ হেঁটে বরিশাল পাবলিক লাইব্রেরীতে যাতায়াত করতেন। এভাবেই হয়ে উঠেছিলেন স্বশিক্ষিত। তার দীর্ঘ সাধনার অসাধারণ সৃষ্টি ‘সত্যের সন্ধান ও সৃষ্টি রহস্য’। এ বিশাল ব্রহ্মাণ্ডে মানুষকে প্রতিযোগতায় টিকে থাকতে হলে জ্ঞানার্জন প্রয়োজন। বই পড়া মানুষের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ হলেও এ অভ্যাসটি এখনও পুরোপুরি আমাদের গড়ে ওঠেনি। বিশ্ব ব্যবস্থায় আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশ যোগ্যতর হিসেবে টিকে থাকা অত্যন্ত কঠিন। বই পড়া ও সংগ্রহের প্রতি গুরুত্ব প্রদানের অংশ হিসেবে বাংলা একাডেমির মাসব্যাপী আয়োজন একুশে বইমেলার। মানবিক চৈতন্য ও আলোকিত সমাজ গঠন এই মেলার মূল লক্ষ্য। সৃষ্টিশীল সমাজ বিনির্মাণ ও প্রকৃত সত্য উদ্ঘাটনে বই পড়ার বিকল্প নেই। আসুন নিজে বই পড়ি, অন্যকে বই পড়তে উৎসাহিত করি। সৃষ্টিশীল সমাজ নির্মাণে হই বিশ্বস্ত সহযাত্রী। টাঙ্গাইল থেকে
×