ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ২০

প্রকাশিত: ২০:১৮, ৩ ফেব্রুয়ারি ২০১৬

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ২০

অনলাইন ডেস্ক॥ আফগানিস্তানের রাজধানী কাবুলে পুলিশেরে বিশেষ ইউনিটের সদরদপ্তরের প্রবেশপথে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০জনে দাঁড়িয়েছে। বিবিসি বলছে, এই হামলায় অন্ততপক্ষে ২৯জন আহত হয়েছেন। কোনো কোনো সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিহতদের অধিকাংশই পুলিশ কর্মকর্তা। তবে আগের প্রতিবেদনগুলোতে বলা হয়েছিল, নিহতদের বেশিরভাগই সাধারণ মানুষ। সোমবারের এই হামলাটি তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে সন্ত্রাসদমন অভিযান পরিচালনাকারী ন্যাশনাল সিভিল অর্ডার পুলিশের সদরদপ্তরের প্রবেশ পথে চালানো হয়। শহরের পশ্চিমাঞ্চলে দেহমাজাং এলাকায় এ হামলার দায় এক বিবৃতিতে স্বীকার করেছে তালেবান। তারা হামলায় ৪০জন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার দাবি করে। আফগানিস্তানে পশ্চিমাসমর্থিত সরকারের বিরুদ্ধে তালেবান জঙ্গিরা হামলা জোরদার করার পর থেকে কাবুলে গেলমাসে কয়েক দফা আত্মঘাতী হামলা হয়েছে। বর্তমানে তালেবানের সঙ্গে আফগান সরকারের বন্ধ হয়ে যাওয়া শান্তি আলোচনা নতুন করে শুরুর চেষ্টার এ সময়ে ফের আত্মঘাতী হামলার ঘটনা ঘটছে। গেলমাসে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি হুঁশিয়ার করে বলেছিলেন, সমঝোতার আলোচনা যদি এপ্রিল মাসের মধ্যে শুরু না হয় তবে সহিংসতা বাড়বে। তিনি আরও বলেছিলেন, “সময় বন্ধু নয়। আমরা সবাই বুঝতে পারছি ফেব্রুয়ারি এবং মার্চের সময়টুকু জটিল।”
×