ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সেরেনা উইলিয়ামসকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ের দুইয়ে অ্যাঞ্জিলিক

প্রকাশিত: ১৮:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০১৬

সেরেনা উইলিয়ামসকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ের দুইয়ে অ্যাঞ্জিলিক

অনলাইন ডেস্ক ॥ অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ে টেনিসের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে পৌঁছে গেছেন জার্মান তারকা অ্যাঞ্জিলিক কারবার। এই শিরোপা জয়ের আগে তিনি র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে অবস্থান করছিলেন। অ্যাঞ্জেলিক কারবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বিশ্ব সেরা তারকা সেরেনা উইলিয়ামসকে হারিয়েছেন। এই জয়ের সুবাদেই তিনি ছয় থেকে পৌঁছে গেছেন দুইয়ে। কারবারের এই উত্থানের ফলে অবনমিত হয়েছেন সিমোনা হালেপ, গ্যাব্রিয়েন মুগুরুজা এবং মারিয়া শারাপোভা। তবে এখনও এক নম্বরের স্থানটি আমেরিকার তারকা সেরেনা উইলিয়ামসই ধরে রেখেছেন। অন্যদিকে সেরেনার বোন ভেনাস উইলিয়ামস র‌্যাঙ্কিংয়ের দশ নম্বর থেকে ছিটকে পড়েছেন। ভেনাস অস্ট্রেলিয়া ওপেনের প্রথম রাউন্ডেই জোহানা কন্টার কাছে পরাজিত হয়েছিল। র‌্যাঙ্কিংয়ের দশ নম্বরের মধ্যে একজন নতুন তারকার প্রবেশ ঘটেছে। স্পেনের কারলা সুয়ারেজ নাভারো অস্ট্রেলিয়া ওপেনের কোয়ার্টার ফাইনাল খেলার মধ্যে দিয়ে র‌্যাঙ্কিংয়ের আটে উঠে এসেছেন। ডব্লিউটিএ অনুযায়ী বিশ্বসেরা ১০ জনের তালিকা (১ ফেব্রুয়ারি থেকে) ১. সেরেনা উইলিয়ামস (ইউএসএ) ৯,২৪৫ পিটিএস ২. অ্যাঞ্জেলিক কারবার (জার্মান) ৫,৭০০ (+৪) ৩. সিমোনা হালেপ (রোমানিয়া) ৫,৫৪৫ (-১) ৪. আজানিয়েস্কা রাদাওয়ানাস্কা (পোল্যান্ড) ৫,২১০ ৫. গ্যাব্রিয়েন মুগুরজা (স্পেন) ৪,৯৯১ (-২) ৬. মারিয়া শারাপোভা (রাশিয়া) ৩,৬৭২ (-১) ৭. ফ্লাভিয়া পেনেত্তা (ইতালি) ৩,৬১১ (+১) ৮. কারলো সুয়ারেজ নাভারো (স্পেন) ৩,৫৯৫ (+৩) ৯. পেত্রা কেভিতোভা (চেক) ৩,৫৮২ (-২) ১০. লুসি সাফারোভা (চেক) ৩,৫৮০ (-১)
×