ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিজ জন্মভূমিতে রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৬:১০, ১৪ জানুয়ারি ২০১৬

নিজ জন্মভূমিতে রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৩ জানুয়ারি ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ কিশোরগঞ্জের হাওড় অধ্যুষিত মিঠামইন উপজেলায় তিনদিনের সফরে গিয়ে নিজ জন্মভূমি কামালপুরে অবস্থান করছেন। বুধবার দুপুর ২টায় রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি মিঠামইন সদরের হেলিপ্যাডে অবতরণ করে। পরে তিনি হেলিপ্যাড সংলগ্ন মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজ, হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয় ও উপজেলা পরিষদ সংলগ্ন এক্সিম ব্যাংকের শাখা পরিদর্শন করেন। এরপর রাষ্ট্রপতি মিঠামইন বাজারের কাঠমহলে আগুনে ক্ষতিগ্রস্ত উপজেলা আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন শেষে সদর ইউপি কার্যালয়ে গিয়ে স্থানীয়দের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। সেখান থেকে তিনি স্থানীয় তমিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করাসহ স্কুলের অফিস কক্ষের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন। মিঠামইনের বিভিন্ন স্থান পরিদর্শন করার সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন, পিজিআর কমান্ডড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, প্রেস সচিব জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রশাসক মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ আফজলসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি বুধবার দিন শেষে কামালপুরে নিজ বাড়িতে রাতযাপন করেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় মিঠামইনের কাটখাল ও ঘাগড়ায় হাঁটুরিয়া নদী খনন কাজ পরিদর্শন এবং বিকেল ৩টায় নিজ বাড়িতে এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। ওইদিন নিজবাড়িতে রাতযাপন শেষে পরদিন শুক্রবার বাড়ির পাশের জামে মসজিদে জুমার নামাজ শেষে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।
×