ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রকাশিত: ১৯:১৭, ১৩ জানুয়ারি ২০১৬

নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক‍॥ যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তানভির আহমেদ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গত সোমবার রাতে তানভির ২৪ নম্বর মহাসড়কের পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ধারণা করা হচ্ছে, গাড়িটি চালানোর সময় মাতাল অবস্থায় ছিলেন চালক। নিউ জার্সি সিটি পুলিশ জানায়, তানভিরের পরিবারের পক্ষ থেকে এখনো পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়নি। তবু সিসি ক্যামেরার ফুটেজ ও বিভিন্ন আলামত দেখে গাড়ি চালকের অবস্থান শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। তানভির গত পাঁচ মাস আগে যুক্তরাষ্ট্রে আসেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলায়। দীর্ঘদিন ধরে ঢাকার রামপুরায় বসবাস করছিলেন তিনি। প্রবাসী স্ত্রী মুশতারী বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২২ আগস্ট ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে যান তানভির। নিহত তানভিরের এক মেয়ে রয়েছে। দুর্ঘটনার পরপরই আটলান্টিক সিটির এবসিকন এলাকার দুর্ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ। তানভিরকে ধাক্কা দেওয়া গাড়িটির চালকের নাম নিকোলাস মাইরাস (২৫)।
×