ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৃষি জমিতে পুকুর খনন রোধে মাঠে নেমেছে প্রশাসন

প্রকাশিত: ০৬:৩৩, ১৩ জানুয়ারি ২০১৬

কৃষি জমিতে পুকুর খনন রোধে মাঠে নেমেছে প্রশাসন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর উপজেলা পর্যায়ে বিধি লঙ্ঘন করে কৃষি জমিতে দেদার পুকুর খনন রোধে মাঠে নেমেছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত করে পুকুর খননকারীদের বিরুদ্ধে নেয়া হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা। গত শনিবার দৈনিক জনকণ্ঠে এ সংক্রান্ত প্রতিবেদনের পর অবশেষে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে সোমবার রাজশাহীর পবায় দু’জনকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলমগীর কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দ-াদেশ দেন। এ সময় পুকুর খননে ব্যবহৃত এক্সকেভেটর অকেজো করতে ৬টি ব্যাটারি ও ২টি টুলবক্স জব্দ করা হয়। দ-িতরা হলেন পবার আমজাদ হোসেন (৬০) ও আশফাফুর রহমান (৩৩)। এদের মধ্যে আমজাদ হোসেনকে সাতদিনের এবং আশফাফুর রহমানকে দশ দিনের বিনাশ্রম কারাদ- দেয় আদালত।
×