ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শরণার্থীদের অস্ট্রিয়ায় ফেরত পাঠাচ্ছে জার্মানি

প্রকাশিত: ০৬:৩১, ১৩ জানুয়ারি ২০১৬

শরণার্থীদের অস্ট্রিয়ায়  ফেরত পাঠাচ্ছে  জার্মানি

জার্মানি নতুন বছরের শুরু থেকে প্রতিদিন অনেক শরণার্থীকে অস্ট্রিয়ায় ফেরত পাঠাচ্ছে। অস্ট্রীয় পুলিশ জানায়, শরণার্থীদের অনেকের কাছেই বৈধ কাগজপত্র নেই। অন্যরা আশ্রয়প্রার্থী হিসেবে জার্মানিতে আবেদন না করে অন্যান্য দেশ বিশেষ করে স্ক্যান্ডিনেভীয় দেশগুলোতে আবেদন করতে চায়। কোলনে বর্ষবরণ উদযাপনের সময় নারীদের যৌন নিপীড়নের ঘটনায় শরণার্থীদের দায়ী করা হয়েছে। এ নিয়ে চাপে আছেন দেশটির শরণার্থীর প্রতি সহানুভূশীল চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল। যেসব শরণার্থীকে ফেরত পাঠানো হচ্ছে তাদের মধ্যে সিরীয় শরণার্থী তেমন নেই। জার্মানি সাধারণত সিরীয় শরণার্থীদের আশ্রয় দিয়ে থাকে। শরণার্থীর অধিকাংশই আফগানিস্তান, মরক্কো ও আলজিরিয়া থেকে আসা বলে জানিয়েছে অস্ট্রীয় পুলিশ। আপার অস্ট্রিয়া রাজ্য পুলিশের মুখপাত্র ডেভিড ফার্টনার বলেন, ফেরত পাঠানো শরণার্থীর সংখ্যা প্রতিদিন বেড়ে ডিসেম্বরে ৬০ থেকে শুরু হয়ে চলতি বছরের প্রথম দিকে ২শ’ জনে এসে দাঁড়িয়েছে। কোলনের ঘটনায় সন্দেহভাজন ১৯ জনের মধ্যে ১৪ জন মরক্কো ও আলজিরিয়া থেকে আসা। এদের মধ্যে দশজন শরণার্থী হিসেবে আশ্রয়প্রার্থী এবং নয়জন ২০১৫ সালের সেপ্টেম্বরের পর জার্মানিতে এসেছে। -বিবিসি
×