ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের ১৬ স্থানে “নো সেলফি”!

প্রকাশিত: ০১:৪৩, ১২ জানুয়ারি ২০১৬

ভারতের ১৬ স্থানে “নো সেলফি”!

অনলাইন ডেস্ক‍ ॥ ভারতে ১৬ টি বিপদজনক স্থান চিহ্নিত করেছে মুম্বাই পুলিশ। এসব জায়গাকে “নো সেলফি জোন” হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব স্থানের মধ্যে রয়েছে অধিকাংশ পর্যটন এলাকা। এসব জায়হগায় এখন থেকে আর কেউ সেলফি তুলতে পারবে না। সম্প্রতি ভারতে এক নারী সেলফি তুলতে গিয়ে সমুদ্রে ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে এক যুবকও ভেসে যায় স্রোতে। এ ঘটনার পরেই মুম্বাই পুলিশ এ ধরনের কর্মসূচি হাতে নিলো। যেসব স্থানে সেলফি তোলা নিষেধ করা হয়েছে তার অথিধকাংশই পর্যটন এলাকা। গত সপ্তাহে সমুদ্রে ডুবে যাওয়া ওই কলেজছাত্রী যেখান থেকে পড়ে গিয়েছিলেন সে জায়গাটিকেও নো সেলফি জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার মুম্বাই পুলিশের উপ-কমিশনার ধনাঞ্জয় কুলকারনি এএফপিকে জানান, গত সপ্তাহে মুম্বাইয়ের বান্দ্রার সমুদ্র সৈকতে সেলফি তুলতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক তরুণী। তারানুম নামের ওই তরুণীকে বাঁচাতে গিয়ে নিখোঁজ হয়েছেন রমেশ নামের স্থানীয় এক যুবক। অপ্রত্যাশিত এই ঘটনার পর থেকে বিপদজনক বিভিন্ন জায়গায় সেলফি তোলা নিষেধ করা হয়েছে।
×