ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গ্রাহক থেকে ধাতব মুদ্রা গ্রহণ না করলে অর্থদন্ড

প্রকাশিত: ০২:৪৫, ১১ জানুয়ারি ২০১৬

গ্রাহক থেকে ধাতব মুদ্রা গ্রহণ না করলে অর্থদন্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ ধাতব মুদ্রাসহ কম মূল্যমানের নোট গ্রহণে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মানছে না দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। ফলে ব্যাংকগুলোর প্রতি ক্ষুব্ধ কেন্দ্রীয় ব্যাংক এবার নতুন নির্দেশনা জারি করে বলেছে, ব্যাংকগুলো তাদের নিজস্ব গ্রাহকদের নিকট থেকে ধাতব মুদ্রা গ্রহণ না করলে এবং এ সংক্রান্ত অভিযোগ প্রমানিত হলে ব্যাংক কোম্পানি আইনে অর্থদ- করা হবে। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজম্যান্ট বিভাগ থেকে এই সার্কুলার জারি করা হয়, যা দেশের সব তফসীলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে ধাতব মুদ্রাসহ কম মূল্যমানের নোট না নেওয়ার অভিযোগ অনেক পুরনো। তবে গেল কয়েক মাসে এ ধরনের অভিযোগ অনেক বেড়েছে। এর প্রেক্ষিতে গ্রাহকদের কাছ থেকে ধাতব মুদ্রা গ্রহণ বাধ্যতামূলক করতে গেল বছরের ১২ জানুয়ারি বেশ কিছু পরামর্শ দিয়ে সার্কুলার জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ঐ নির্দেশনায় তফসীলি ব্যাংকগুলোকে তাদের গ্রাহকদের নিকট হতে ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা ও কাগুজে নোট গ্রহণ বাধ্যতামূলক করা হয়। তারপরও বাণিজ্যিক ব্যাংকগুলোর বিরুদ্ধে আবারও নিজস্ব গ্রাহক থেকে ধাতব মুদ্রা গ্রহণ না করা অভিযোগ উঠেছে। সম্প্রতি সময়ে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে এ বিষয়ে লিখিত ও ফোনে অভিযোগ করছেন অনেকেই। পত্র পত্রিকায়ও এ ধরনের প্রতিবেদন আসছে।
×